(Source: ECI/ABP News/ABP Majha)
Commonwealth Games: কমনওয়েলথে ২০০ মিটার দৌড়ে সেমিতে হিমা দাস
Commonwealth Games 2022: আজ কমনওয়েলথ গেমসের সপ্তম দিন। এখনও পর্যন্ত বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের আসর থেকে মোট ১৮টি পদক জিতেছে ভারতীয় ক্রীড়াবিদরা।
বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) দুরন্ত হিমা দাস (Hima Das)। ২০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে পৌঁছে গেলেন অসমের এই তরুণী। হিমা ২০০ মিটার সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন। হিট টু-তে অংশ নিয়ে তিনি শীর্ষস্থানে থেকে শেষ করেন দৌড়। হিমা সময় নিয়েছিলেন ২৩.৪২ সেকেন্ড। হিমা দাস জাম্বিয়ার রোডা এনজোবভু এবং উগান্ডার জ্যাসেন্ট নিয়ামাহুঙ্গের সঙ্গে সেমিফাইনালে পৌঁছেছেন। এনজোবভু ২৩.৮৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। এবং উগান্ডার অ্যাথলিট ২৪.০৭ সেকেন্ডে রেসটি সম্পূর্ণ করে তৃতীয় স্থান পেয়েছেন।
#Athletics Update 🚨@HimaDas8 qualifies for Women 200m Semifinals after clocking 23.42s to be placed 1st in Heat 2
— SAI Media (@Media_SAI) August 4, 2022
All the best for the Semis Champ!! #Cheer4India 🇮🇳#India4CWG2022 pic.twitter.com/0oewkxB1KL
এখনও পর্যন্ত কমনওয়েলথ গেমসের আসরে ১৮টি পদক জিতেছে ভারত। ৯ ম্যাচের ৮টিতে হেরেছিলেন যাঁর কাছে, তাঁকে হারিয়েই স্কোয়াশে ব্রোঞ্জ জিতলেন সৌরভ ঘোষাল। জয়ের পরে আবেগ ধরে রাখতে পারলেন না। ম্যাচের শেষে কেঁদে ফেলেন সৌরভ। তাঁকে কাঁদতে দেখে আবেগ প্রবণ হয়ে পড়েছেন ভারতের ক্রীড়াপ্রেমীরা।
ব্রোঞ্জ প্লে অফের ম্যাচে জেতেন সৌরভ। কমনওয়েলথ গেমস ২০২২-এ স্কোয়াশে প্রথম পদক জিতল ভারত। জেমস উইলসট্রপ-কে ৩-০ ব্যবধানে হারিয়ে স্কোয়াশের পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতলেন সৌরভ ঘোষাল।
৩৫ বছর বয়েসে ইতিহাস গড়লেন সৌরভ। কমনওয়েলথ গেমস ২০২২- এ স্কোয়াশে ব্রোঞ্জ জিতলেন তিনি। ইতিমধ্য়েই উচ্ছ্বাসে ভেসেছে সারা দেশ। বুধবার স্কোয়াশে দেশের অন্যতম স্কলার খেলোয়াড় হিসেবে সৌরভ ব্রোঞ্জ পদকের ম্যাচে নামেন। জেমস উইলসট্রপকে কার্যত দাঁড়াতেই দেননি তিনি।
আরও পড়ুন: কোচিং শুরু করেই বাউন্সের বিরুদ্ধে ব্যাটারদের সড়গড় করে তোলার প্রয়াস লক্ষ্মীরতনের