এক্সপ্লোর
ওয়াডার নিয়ম ভেঙে এক বছরের জন্য নির্বাসিত অ্যান্দ্রে রাসেল

কিংস্টন: ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)-র নিয়ম ভেঙে এক বছরের জন্য নির্বাসিত হলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ১১ মাস আগে তিনবার ওয়াডার হোয়্যারঅ্যাবাউটস ধারা ভেঙেছিলেন দুবারের টি-২০ বিশ্বকাপজয়ী ক্যারিবিয়ান দলের এই সদস্য। হোয়্যারঅ্যাবাউটস ধারা হল সংশ্লিষ্ট খেলোয়াড় কোথায় রয়েছেন তা ওয়াডাকে জানানো। কিন্তু ২০১৫-তে তিনি তিনবার তাঁর হোয়্যারঅ্যাবাউটস জানাতে ব্যর্থ হয়েছিলেন। রাসেলের সাজা ঘোষণা করে স্বাধীন অ্যান্টি ডোপিং ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিউ ফকনার বলেছেন, ডোপিং সংক্রান্ত নিয়ম ভঙ্গের জন্য রাসেলকে এই সাজা দেওয়া হয়েছে। গতকাল অর্থাত ৩১ জানুয়ারি থেকে তাঁর নির্বাসন কার্যকর হয়েছে। ওয়াডার নিয়ম অনুযায়ী, সব ধরনের খেলার অ্যাথলিটদের স্থানীয় অ্যান্টি ডোপিং এজেন্সিকে জানাতে হয়, কোথায় ডোপ পরীক্ষার জন্য সংশ্লিষ্ট খেলোয়াড়কে পাওয়া যাবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















