(Source: ECI/ABP News/ABP Majha)
T20 World Cup 2022: টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান, কী শর্ত রাখলেন রাসেল?
Russell in T20 World Cup: এই তারকা অলরাউন্ডার দেশের হয়ে ৬৭টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। দেশের জার্সিতে ২০১২ ও ২০১৬ ২ বার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রাসেল।
ত্রিনিদাদ: এই মুহূর্তে জাতীয় দলের বাইরে রয়েছেন। কিন্তু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) খেলতে চান আন্দ্রে রাসেল (Andre Russell)। তবে বিধ্বংসী এই ক্যারিবিয়ান অলরাউন্ডার চান যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও যেন তাঁর শর্তগুলো মেনে নেয়। এক সাক্ষাৎকারে রাসেল বলেন, ''দেশের হয়ে খেলতে কে না চায়। আমিও সবসময় চাই দেশের হয়ে খেলতে। কিন্তু দিনের শেষে আমাদের শর্ত যদি না মানা হয়, তবে সমস্যা। আমাদের সিদ্ধান্তকেও সম্মান জানানো উচিত।''
রাসেল আর কী বললেন?
ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল আরও বলেন, ''আমাদের একটা পরিবার রয়েছে। বোর্ডকে এই বিষয়টাও দেখা উচিত যে আমাদের যেহেতু একটাই কেরিয়ার, তাই সেদিক থেকে নিশ্চয়তা দরকার। এমনটা নয় যে আমার মধ্যে সব শেষ হয়ে গিয়েছে। এখন আমার ৩৪ বছর বয়স। আমি আরও ১-২টো বিশ্বকাপ জিততে চাই।"
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই তারকা অলরাউন্ডার দেশের হয়ে ৬৭টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। দেশের জার্সিতে ২০১২ ও ২০১৬ ২ বার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রাসেল।
এশিয়া কাপের ফাইনালের ৪ দিন পর স্কোয়াড ঘোষণা?
আপাতত যা সূত্রের খবর, তাতে জানা যাচ্ছে যে এশিয়া কাপের ফাইনালের ৪ দিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা হতে পারে। আগামী ১১ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল। আর তার চারদিন পরেই ১৫ অগাস্ট হয়ত টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার নিয়মাবলী
২. প্রতিটি দলকে ১৫ সদস্যের স্কোয়াড নাম দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে
৩. টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দল ৩০ জন সদস্য নিয়ে যেতে পারে
৪. মোট ২৩ জন অফিশিয়াল স্কোয়াডের অংশ হতে পারবেন
ভারতীয় দল এই মুহূর্তে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলছে। প্রথম ২ ম্যাচ জিতে সিরিজ ইতিমধ্যেই ঝুলিতে পুরে নিয়েছে তারা। সূত্রের খবর, আগামী ১৫ সেপ্টেম্বর মুম্বইয়ে নির্বাচক কমিটি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষিত হতে পারে।