লিটন দাসের আউট নিয়ে ক্ষোভ উগরে দিলেন বাংলাদেশি সমর্থকরা
— Kabali of Cricket (@KabaliOf) September 28, 2018এশিয়া কাপের ফাইনালে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেন লিটন। তাঁর ১১৭ বলে ১২১ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ২২২ রান তুলতে সক্ষম হয়। কিন্তু তাঁর আউট নিয়ে বাংলাদেশি সমর্থকরা চরম অসন্তুষ্ট। ৪১ তম ওভারে লিটন তখন ১২১ রানে ব্যাটিং করছিলেন। কুলদীপ যাদবের একটা গুগলি পা বাড়িয়ে খেলার চেষ্টা করেন তিনি। কিন্তু ব্যাটে বল লাগেনি। উইকেটরক্ষক ধোনি বল ধরেই চোখের পলকে স্ট্যাম্প ভেঙে দেন। বহুবার রিপ্লে দেখার পর তৃতীয় আম্পায়ার ভারতের পক্ষেই সিদ্ধান্ত জানান। নিঃসন্দেহে, এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। কিন্তু বারবার রিপ্লে দেখে যে সিদ্ধান্ত আম্পায়ার নিয়েছেন, তা ছিল সঙ্গতই। কিন্তু বাংলাদেশি সমর্থকদের একাংশ ওই সিদ্ধান্ত আদৌ ভালোভাবে নিতে পারেননি। তৃতীয় আম্পায়র রড টাকার লিটনকে আউট ঘোষণার পরই সোশাল মিডিয়া পোস্টে বাংলাদেশি সমর্থকদের রাগ আছড়ে পড়ে।
#INDvBAN #dugout benefit of doubt should've been given to Liton das not out.Why cheat? This type of decision makes us think that it is an improved version of fixing invented by Indian Cricket team and umpires.
— Mohon Ripon (@RiponMohon) September 28, 2018
Dear ICC/ACC, stop sucking India in the public. Have some privacy. Liton Das was not out.#INDvBAN #ICC
— Tahsin Morshed Khan (TMK) (@TahsinMKhan) September 28, 2018
I'm thinking that this is not out, What's your thoughts Out? Not out?#INDvBAN#Asiacup2018 #liton_das #Dhonistumped pic.twitter.com/4ZQ1wutMmU
— Cricket Insider (@theDcricket) September 28, 2018
Whenever India is in trouble it starts cheating or taking favour from umpires Liton Das was not out. Really a pathetic decision by third umpire #INDvBAN
— Fiaz Aswad (@FiazAswad) September 28, 2018
Totally an unfair and very disgusting decision by 3rd umpire. He was on the line #LitonDas. @ICC #AsiaCupFinal2018 pic.twitter.com/XB7mhg2Oly
— ILIAS AHMED (@iiliasahmed) September 28, 2018
কেউ কেউ অবশ্য ধোনির উইকেটকিপিংয়ের প্রশংসা করেছেন।Hello umpire, HOW WAS IT OUT? I know the reason. The reason is this is bangladesh Cricket Team. Ok. This is not gentlemen's game.#BANvsIND #LitonDas pic.twitter.com/YBhA7gX4XR
— Fakhrul Miazi (@FakhrulMiazi) September 28, 2018
Dhoni is quicker than light. ⚡#INDvBAN #Thala #Asiacup2018 #BANvIND pic.twitter.com/X9fKstbBMo
— a ł ë x. (@http_lx) September 28, 2018