এক্সপ্লোর
Advertisement
কুম্বলের সঙ্গে নতুন চুক্তি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আলোচনা করবে বোর্ড
নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতীয় দলের কোচ অনিল কুম্বলের সঙ্গে নতুন করে চুক্তির বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। বিসিসিআই সূত্রে এ খবর জানা গেছে। উল্লেখ্য, গত বছর টিম ডিরেক্টর পদে রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হওয়ার পর টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে বেছে নেওয়া হয় প্রাক্তন স্পিনার কুম্বলেকে। তাঁর সঙ্গে বোর্ডের এক বছরের চুক্তি জুন মাসে শেষ হবে।
বিসিসিআই-এর এক আধিকারিক বলেছেন, হ্যাঁ, চিফ কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলার পরই শেষ হয়ে যাচ্ছে। চুক্তির পুনর্নবীকরণের সব ধরনেরই সম্ভাবনা রয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত টুর্নামেন্টের পর বোর্ডের সাধারণ সভাই নেবে।
জানা গেছে, কুম্বলের কোচ পদে নিয়োগের ব্যাপারটি সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের প্রশাসকদের কমিটি (সিওএ)-র খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। সূত্রের খবর, বোর্ডের কাজকর্ম পরিচালনার ভার যতদিন সিওএ-র হাতে থাকবে ততদিন প্রত্যেকটি ব্যাপারে সিওএ-র অনুমোদন প্রয়োজন। কুম্বলের ব্যাপারে যাই-ই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, তাতে সিওএ-র ছাড়পত্র থাকতে হবে।
কোচ হিসেবে কুম্বলের মেয়াদে একের পর এক সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া। পরপর পাঁচটি সিরিজ জিতেছে তারা। ২০১৬-১৭ সালে যে ১৭ টেস্ট খেলা হয়েছে তার মধ্যে ১২ টিতে জিতেছে ভারত।একদিনের দুটি সিরিজেও ঘরের মাঠে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়েছে ভারত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement