Anushtup Majumdar Exclusive: ''কাল থেকেই পকেটে রেখেছিলাম কাগজটি, ছেলেকে একটু অন্যভাবে জন্মদিনের শুভেচ্ছা জানালাম''
Ranji Trophy 2022: একদিকে উইকেট পড়তে থাকলেও সুদীপ আগের দিন ঠিক যেখানে খেলা শেষ করেছিলেন, সেখান থেকেই খেলা শুরু করেন। একের পর এক দর্শনীয় শট। যদিও দ্বিশতরান মিস করলেন সুদীপ।
বেঙ্গালুরু: বাংলা ক্রিকেটের ক্রাইসিস ম্যান বলা হয় তাঁকে। যখনই দল বিপদে পড়েছে তখনই জ্বলে উঠেছে তাঁর ব্যাট। তিনি অনুষ্টুপ মজুমদার। মঙ্গলবার ঝাড়খণ্ডের (Jharkhand) বিরুদ্ধে রঞ্জির নক আউট পর্বে আরও একটা শতরান হাঁকালেন ময়দানের রুকু। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১০ নম্বর সেঞ্চুরি। তবে সেঞ্চুরির থেকেও বেশি লাইমলাইট কেড়ে নিয়েছে অনুষ্টুপের সেলিব্রেশন। সেঞ্চুরি হাঁকিয়েই ছেলেকে হাতে লেখা শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দিলেন অনুষ্টুপ।
ছেলেকে শুভেচ্ছাবার্তা অনুষ্টুপের
ছেলে পোপের আজ জন্মদিন। আটে পা দিয়েছে সে। কিন্তু রঞ্জির নক আউট পর্বে খেলার জন্য বাংলা দলের সঙ্গে রয়েছেন অনুষ্টুপ। বাবা জন্মদিনে কাছে থাকবে না, কিছুটা দুঃখ ছিলই। তবে দূর থেকেও ছেলেকে অভিনব শুভেচ্ছা বার্তা পাঠালেন অনুষ্টুপ। সেঞ্চুরি করার পরই পকেট থেকে বের করলেন একটি কাগজ। সেখানে লেখা, ''হ্য়াপি বার্থ ডে পোপ।'' সঙ্গে একটি হার্টের সাইন আঁকানো ও সঙ্গে লেখা লাভ ইউ...
অনুষ্টুপ বলছেন, ''আমি গতকাল ৮৫ রানে ক্রিজে ছিলাম। কিন্তু তার আগে থেকেই মাথায় কাজ করছিল যে ছেলের জন্মদিনে একটু অন্যভাবে যদি শুভেচ্ছা জানাতে পারি। আজ ক্রিজে নেমেই বদ্ধপরিকর ছিলাম। সেঞ্চুরির পরেই তাই পকেট থেকে কাগজটি বের করে দেখাই। ছেলের সঙ্গে পরে কথা হয়েছে ভিডিও কলে। ও ভীষণ খুশি হয়েছে।''
নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খুলতে বেশি রাজি নন অনুষ্টুপ। তিনি বলেন, ''সুদীপের ব্য়াটিং দেখে আমি মুগ্ধ। এর আগেও আমরা ওকে দেখেছি। সুদীপ অনেক ফ্ল্যামবয়েন্ট ধরণের। ওকে স্বাধীনভাবে খেলতে দেওয়া উচিত। সেভাবেই খেলে এত বড় ইনিংস খেলল। তবে ওর আউটটা ছিল না। যে ফর্মে ব্য়াট করছিল দ্বিশতরান হয়ত নিশ্চিত ছিল। এখানে রিভিউয়ের সিস্টেমও নেই। আশা করি বিসিসিআই এই বিষয়ে দেখবে ভবিষ্যতে।''
নিজের পারফরম্য়ান্স নিয়ে অনুষ্টুপ বলেন, ''বাংলার জার্সিতে যখনই রান পাই, সেঞ্চুরি পাই তখনই ভাল লাগে। কিন্তু আমি কিছুটা হতশা। বড় রান করতে চেয়েছিলাম। তবে আমাদের সব ব্য়াটারই রান পেয়েছে। উইকেট ব্যাটিং সহায়ক হলেও আমার মনে হয় ঝাড়খণ্ডের বোলারদের ধারাবাহিকতা না থাকার সুবিধেটা খুব সহজেই নিতে পেরেছে আমাদের ব্যাটাররা। কাল লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করে যাওয়াই লক্ষ্য আমাদের।''