এক্সপ্লোর
Advertisement
বাচ্চাদের ক্রিকেট শেখাতে আফ্রিদি, হোয়াটমোরের পরামর্শ কাজে লাগাতে চান বাংলার অপরূপ
কলকাতা: ক্রিকেটার হিসেবে সাফল্য পেয়েছেন অপরূপ চক্রবর্তী। ২০১১ সালে ইন্ডোর ক্রিকেট বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন। খেলা ছাড়ার পর খুদেদের, বিশেষ করে যারা সমাজের পিছিয়ে থাকা অংশের, কোনওরকম সুযোগ-সুবিধা পায় না, তাদের ক্রিকেট শেখানোর উদ্যোগ নিয়েছেন এই বাঙালি ক্রিকেটার।
কোচিংয়ে আসার আগে আইসিসি লেভেল ওয়ান, ক্রিকেট অস্ট্রেলিয়ার সিলভার অ্যাক্রিডিয়েশন, লেভেল টু কোচিং কোর্স করেছেন অপরূপ। খুদে ক্রিকেটারদের খেলা শেখানো, যৌন হেনস্থার হাত থেকে রক্ষা করা, চোটমুক্ত রাখা সহ সবরকম নিরাপত্তা দেওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকারের একটি বিশেষ কোর্সও করেছেন তিনি। নিজের উদ্যোগেই বীরভূমে আদিবাসী বাচ্চাদের ক্রিকেট কোচিং ক্যাম্প চালাচ্ছেন। বাংলা ক্রিকেটের সাপ্লাই লাইন গড়াই অপরূপের লক্ষ্য।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্স দলের সহকারী কোচ এবং ভিডিও অ্যানালিস্ট ছিলেন অপরূপ। শাহিদ আফ্রিদির মতো তারকার সঙ্গে কাজ করেছেন। সেই অভিজ্ঞতাই এবার বাংলা ক্রিকেটে কাজে লাগাতে চাইছেন তিনি। এ প্রসঙ্গে অপরূপ বলেছেন, ‘কাছ থেকে এতজন আন্তর্জাতিক তারকাকে দেখা, আফ্রিদির সঙ্গে নেটে অনুশীলনের অভিজ্ঞতা দারুণ। ডাভ হোয়াটমোরের কাছ থেকে অনেক মূল্যবান পরামর্শ পেয়েছি। সেটা আমার কাজে লাগবে। এই অভিজ্ঞতা এবার কোচিংয়ে কাজে লাগাতে চাই। যে বাচ্চারা সমাজে অবহেলিত, তাদের যদি খেলার মাঠে এনে অন্যভাবে জীবনকে দেখতে সাহায্য করতে পারি, সেটাই হবে বড় পাওনা।’
স্বপ্ন দেখছেন অনেক, কিন্তু সেটা কার্যকর করতে গিয়ে বাধাও পাচ্ছেন অপরূপ। তবে তিনি দমতে নারাজ। একক উদ্যোগেই এগিয়ে চলেছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement