(Source: ECI/ABP News/ABP Majha)
Archery World Cup: তিরন্দাজি বিশ্বকাপে রিকার্ভে ব্রোঞ্জ ভারতীয় মহিলা দলের
Archery World Cup 2022: মহিলাদের দলে ছিলেন ঋধি ফোর, কমলিকা বাড়ি, অঙ্কিতা ভকতরা চাইনিস তাইপেইয়ের বিরুদ্ধে ৬-২ ব্যবধানে একপেশে লড়াইয়ে ম্যাচ জিতে নেয়।
নয়াদিল্লি: তিরন্দাজি বিশ্বকাপের স্টেজ ২-তে ব্রোঞ্জ জিতল ভারতীয় মহিলা তিরন্দাজি দল। বৃহস্পতিবার পর্যন্ত মেডেল ট্য়ালিতে তৃতীয় স্থানে রয়েছে ভারতীয় দল। একই দিনে ফ্রান্সের বিরুদ্ধে লড়াইয়ে ছিটকে গিয়েছে ভারতীয় পুরুষ তিরন্দাজ দল। মহিলাদের দলে ছিলেন ঋধি ফোর, কমলিকা বাড়ি, অঙ্কিতা ভকতরা চাইনিস তাইপেইয়ের বিরুদ্ধে ৬-২ ব্যবধানে একপেশে লড়াইয়ে ম্যাচ জিতে নেয়। এর আগে সেমিফাইনালে কোরিয়ার বিরুদ্ধে ২-৬ ব্যবধানে হেরে গিয়েছিল ভারতীয় মহিলা দল।
টোকিও অলিম্পিক্সে হেরে গিয়েছিলেন অতনু দাস
টোকিও অলিম্পিক্সে তিরন্দাজিতে অতনু দাসকে নিয়ে স্বপ্ন দেখছিলেন সবাই। বাঙালি এই তরুণকে ঘিরে আশায় বুক বেঁধেছিলেন সকলে। বিশেষ করে আগের রাউন্ডে দুবারের অলিম্পিক্স চ্যাম্পিয়নকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার পর। তবে সেই প্রত্যাশা পূরণ করতে পারলেন না বাংলার তিরন্দাজ অতনু দাস। খালি হাতেই টোকিও থেকে ফিরতে হচ্ছে তাঁকে।
পদক জিততে না পারার জন্য যিনি সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করলেন। অতনু লিখলেন, 'দুঃখিত ভারতবর্ষ। আমি অলিম্পিক্স থেকে গৌরব আনতে পারলাম না।' সেই সঙ্গে হাত জোড় করার একটি ইমোজিও পোস্ট করেন বরানগরের তিরন্দাজ। সঙ্গে এ-ও লেখেন, 'স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, ভারতীয় তিরন্দাজি সংস্থা ও অলিম্পিক গোল্ড কোয়েস্টের কাছে যে সমর্থন পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। সামনের দিকে তাকানো ছাড়া আর কোনও উপায় নেই। জয় হিন্দ।'
প্রধানমন্ত্রীর ফোনে অভিভূত চিরাগ শেট্টি
ঐতিহাসিক টমাস কাপ জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন। যা নিয়ে অভিভূত ভারতীয় শাটলার চিরাগ শেট্টি। ভারত প্রথমবার টমাস কাপ জয়ের পর জয়ী দলকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
এনিয়ে শাটলার চিরাগ শেট্টি সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, "জয়ের পর কোনও স্পোর্টস টিমকে প্রধানমন্ত্রীকে ফোন করতে দেখিনি। এটা শুধুমাত্র ভারতেই হয়। এটা আমাদের আরও অনুপ্রাণিত করেছে। আমরা খুবই খুশি হয়েছিলাম এটা ভেবে যে, উনি নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে জয়ের জন্য আমাদের অভিনন্দন জানিয়েছিলেন।"
রবিবার ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রথমবার টমাস কাপে (Thomas Cup) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তাইল্যান্ডের ইমপ্যাক্ট এরিনাতে ১৪ বারের চ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে হারিয়ে দেয় ভারত। ফাইনালে তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে সিঙ্গলসে ২১-১৫, ২৩-২১ স্ট্রেট গেমে হারান কিদাম্বি শ্রীকান্ত। যা ভারতের ৩-০ জয় নিশ্চিত করে দেয়।