Maradona Death Anniversary: ফুটবলের রাজপুত্র নেই, কেটে গেল ৩ বছর, মৃত্যু রহস্যের কিনারাও হয়নি এখনও
Diego Maradona: আজ ২৫ নভেম্বর। বিশ্বফুটবলের কালো দিন। ২০২০ সালে এই দিনই প্রয়াত হয়েছিলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনা।
বুয়েনস আইরেস: আজ ২৫ নভেম্বর। বিশ্বফুটবলের কালো দিন। ২০২০ সালে এই দিনই প্রয়াত হয়েছিলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনা (Diego Maradona)। আজ কিংবদন্তির তৃতীয় মৃত্যুবার্ষিকী (Maradona Death Anniversary)। গোটা বিশ্বের অগুনতি ভক্ত মারাদোনাকে শ্রদ্ধার্ঘ জানাচ্ছেন।
পুরো নাম দিয়েগো আর্মান্দো মারাদোনা। জন্ম হয়েছিল ১৯৬০ সালের ৩০ অক্টোবর, আর্জেন্তিনার রাজধানী বুয়েনস আইরেসের অদূরে। আট ভাইবোনের মধ্যে মারাদোনা ছিলেন পঞ্চম। ছোটবেলা কেটেছে অত্যন্ত দারিদ্রের মধ্যে।
শৈশব থেকেই মারাদোনার ফুটবল খেলার শখ। ফুটবল স্কাউটদের নজরে পড়েন মাত্র ১০ বছর বয়সেই। বুয়েনস আইরেসের বিখ্যাত ক্লাব আর্জেন্তিনোস জুনিয়র্সে সুযোগ পান। মাত্র ১৬ বছর বয়সে পা রাখেন আন্তর্জাতিক ফুটবলে। ১৯৭৭ সালে দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আর্জেন্তিনার জাতীয় দলে সুযোগ পান তিনি। খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেন।
উচ্চতা কম হওয়ার কারণে ১৯৭৮ সালের বিশ্বকাপ ফুটবলের জন্য জাতীয় দলে সুযোগ পাননি তিনি। তবে ভেঙে পড়েননি। মাত্র ১৮ বছর বয়সেই দক্ষিণ আমেরিকার সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হন দিয়েগো মারাদোনা। চারবার বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। ১৯৮২, ১৯৮৬, ১৯৯০ এবং ১৯৯৪ সালে বিশ্বকাপ খেলেছেন তিনি।
১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে অবিশ্বাস্য দক্ষতায় ফুটবলবিশ্বকে মুগ্ধ করেছিলেন তিনি। সেই বছর তাঁর নেতৃত্বে আর্জেন্তিনা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। সেরা খেলোয়াড় হিসেবে সোনার বল পান তিনি। ১৯৮৬ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্তিনা ২-১ গোলে জেতে। মারাদোনা দুই গোল করেন। এই দুটি গোলই ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ প্রথম গোলটি, মারাদোনার হাতে লেগে বল জালে জড়িয়ে গিয়েছিল। সেই গোলটিই "হ্যান্ড অফ গড" নামে খ্যাত। আর দ্বিতীয়টি প্রায় ৬০ মিটার দূর থেকে ড্রিবলিং করে পাঁচজন ইংরেজ ডিফেন্ডারকে কাটিয়ে করেছিলেন তিনি। শতাব্দীর সেরা গোলের স্বীকৃতি পায় সেটি।
১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে আর্জেন্তিনাকে ফাইনালে তুলেছিলেন মারাদোনা। তবে বিশ্বকাপ আর জেতা হয়নি। বিতর্ক তাঁর পিছু ছাড়েনি কোনওদিন। ১৯৯১ সালে ইতালিতে ড্রাগ পরীক্ষায় ধরা পড়ে ১৫ মাসের জন্য ফুটবল থেকে নির্বাসিত হন তিনি। ১৯৯৭ সালে ৩৭ বছর বয়সে ফুটবলকে বিদায় জানান মারাদোনা। ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্তিনাক জাতীয় দলের কোচিংও করিয়েছিলেন।
২০২০ সালে ২৫ নভেম্বর প্রয়াত হন মারাদোনা। জানা গিয়েছিল, ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মারাদোনা। তবুও এই মৃত্যু ঘিরে অনেক রহস্য দানা বেঁধেছে। মারাদোনার এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে চাননি অনেকেই। যে তালিকায় ছিলেন মারাদোনার দুই কন্যাও। তাঁরাই মারাদোনার মৃত্যু নিয়ে মামলা করেন। সেই তদন্ত এখনও চলছে।
আরও পড়ুন: গুজরাত ছেড়ে মুম্বইয়ে ফিরছেন হার্দিক ? আইপিএল ট্রেডিংয়ে বড়সড় দলবদলের জোরাল ইঙ্গিত
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।