Emiliano Martinez: বিশ্বকাপজয়ী গোলকিপার মার্তিনেজের সঙ্গে দেখা করতে চান? কোন ক্যাটেগরির টিকিট কাটবেন?
Argentina: ৩ জুলাই রাতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন মার্তিনেজ়। এরপর ৪ জুলাই কলকাতায় মিলনমেলা প্রাঙ্গনে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
কলকাতা: আগামী মাসে কলকাতায় আসছেন আর্জেন্তিনার (Argentina Football Team) বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ় (Emiliano Martinez)। তাঁর সফর ঘিরে সাজ সাজ রব শহরের ফুটবল মহলে। এর মধ্যেই জানা গেল, মিলনমেলা প্রাঙ্গনে মার্তিনেজ়কে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন উদ্যোক্তারা। যেখানে টিকিটের বিনিময় দেখা যাবে কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষককে।
সূত্রের খবর, ৩ জুলাই রাতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন মার্তিনেজ়। এরপর ৪ জুলাই কলকাতায় মিলনমেলা প্রাঙ্গনে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে বিশ্বকাপজয়ীকে সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘তাহাদের কথা’। যেখানে নিজের খেলোয়াড় জীবনের নানান দিক নিয়ে কথা বলবেন লিওনেল মেসির সতীর্থ। বেলা সাড়ে ১২টা থেকে সেই অনুষ্ঠান শুরু হবে। সেই অনুষ্ঠানের টিকিট কাটা যাবে অনলাইনে।
কত দাম মার্তিনেজ়ের এই বিশেষ অনুষ্ঠানের টিকিটের? উদ্যোক্তারা জানিয়েছেন, টিকিট সাত ভাগে ভাগ করা হয়েছে। ব্রোঞ্জ লাইট বিভাগে প্রতি টিকিটের দাম রাখা হয়েছে ৪৯৯ টাকা। ‘তাহাদের কথা’ অনুষ্ঠানে এটাই সর্বনিম্ন মূল্যের টিকিট। ব্রোঞ্জ বিভাগের প্রতি টিকিটের মূল্য ৬৯৯ টাকা। সিলভার বিভাগে প্রত্যেক টিকিটের মূল্য ৯৯৯ টাকা। গোল্ড বিভাগের প্রতি টিকিটের মূল্য ৪০০০ টাকা। অনুষ্ঠান দেখার পাশাপাশি এই টিকিটে লাঞ্চও দেওয়া হবে। অনুষ্ঠান দেখার পাশাপাশি মার্তিনেজ়ের অটোগ্রাফ করা জার্সিও পাবেন দর্শকরা।
সুপার গোল্ড বিভাগে প্রতি টিকিটের মূল্য ২৫,০০০ টাকা। এই ক্যাটেগরিতে সই করা জার্সির পাশাপাশি মার্তিনেজ়ের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন ভক্তরা। প্ল্যাটিনাম লাইট বিভাগে প্রতি টিকিটের দাম করা হয়েছে ৬০,০০০ টাকা। এই ক্যাটেগরিতেও সই করা জার্সির পাশাপাশি মার্তিনেজ়ের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাওয়া যাবে।
View this post on Instagram
সব থেকে বেশি দামের টিকিট প্ল্যাটিনাম বিভাগে। মাথা পিছু টিকিটের দাম ১ লক্ষ ২৫,০০০ টাকা। ছ’জনের জন্য গ্রুপ টিকিটের দাম ৬ লক্ষ ২৫,০০০ টাকা। এই বিভাগের টিকিট কাটবেন যাঁরা, তাঁদের সই করা জার্সি ও মার্তিনেজ়ের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি লাঞ্চও পাবেন।