Lionel Messi Kolkata Visit: ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চাইলেন অরূপ বিশ্বাস, অনুমোদন মুখ্যমন্ত্রীর! সোশ্যাল মিডিয়ায় দাবি কুণাল ঘোষের
Aroop Biswas: যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসি-র অনুষ্ঠান ঘিরে যে বিশৃঙ্খলা দেখা দেয়, সেই নিয়ে গোড়া থেকেই তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল।

কলকাতা: ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশ অরূপ বিশ্বাসের। যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসি-র অনুষ্ঠান ঘিরে যে বিশৃঙ্খলা দেখা দেয়, সেই নিয়ে গোড়া থেকেই তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। সেই আবহেই এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন অরূপ। ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। (Aroop Biswas)
তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, চিঠি লিখে মমতাকে ইস্তফা দিতে ইচ্ছুক বলে জানান অরূপ। দায়িত্ব থেকে অব্যাহতি চান তিনি। মুখ্যমন্ত্রী অরূপের সেই ইচ্ছেয় অনুমোদনও দিয়েছেন বলে দাবি করেছেন কুণাল। অরূপের লেখা বলে যে চিঠি তুলে ধরেছেন কুণাল, তাতে লেখা হয়েছে, 'শ্রদ্ধেয়া দিদি, আমার প্রণাম নেবেন। গত ১৩ ডিসেম্বর মেসির কলকাতা সফরে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। আশাকরি আপনি আমার এই অনুরোধ রাখবেন'। (Lionel Messi Kolkata Visit)
এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে কুণাল বলেন, "বিষয়টা হচ্ছে, রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার। আজ একাধিক বড় পদক্ষেপ করা হয়েছে। ডিজি রাজীব কুমার-সহ, বিধাননগরের সিপি মুকেশ কুমার এবং একাধিক আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ হয়েছে।" কুণাল আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ই কলকাতায় শুধু খেলেননি, রাত্রিবাস করে গিয়েছেন, থেকে গিয়েছেন, প্র্যাকটিস করে গিয়েছেন, ম্যাচ খেলে গিয়েছেন। নির্বিঘ্নেই হয়েছে, সেটাও একই ভাবে সত্য। কেন এই ঘটনা ঘটল, কলকাতায় কেন কেন্দ্রীয় বাহিনী এবং আয়োজকদের নিরাপত্তারক্ষী ঘিরে রেখে দিল, যেটা হায়দরাবাদ, বম্বে এবং দিল্লিতে দেখা গেল না, সেটা নিয়েও প্রশ্নের অবকাশ রয়েছে। আমরা কাউকে আড়াল করছি না। কিন্তু এটা ঘটনা যে, অতীতে সিপিএম করেনি, অন্য রাজ্যে বিজেপি করে না, মমতা বন্দ্যোপাধ্য়ায় একের পর এক পদক্ষেপ করে দেখিয়ে দিলেন, রাজধর্ম তৃণমূলই পালন করে।"
মমতা কি অরূপের ইস্তফাপত্র গ্রহণ করেছেন? কুণাল বলেন, "এখনও পর্যন্ত আমার কাছে তেমনই খবর রয়েছে। কিছু পরিবর্তন হলে পরের পোস্টে জানাব।"
রাজ্যের যুব ও ক্রীড়া দফতরের মন্ত্রী অরূপ। মেসিকে ঘিরে যুবভারতীতে যে বিশৃঙ্খলা দেখা দেয়, তাতে রাজ্য ক্রীড়া দফতরের ভূমিকাও প্রশ্নের মুখে পড়ে। ক্রীড়ামন্ত্রী হিসেবে মাঠে উপস্থিত ছিলেন খোদ অরূপ। মেসির কলকাতা সফরের দায়িত্বে তাঁর দফতরের ভূমিকা ছিল অনস্বীকার্য। কিন্তু ওই দিন গোটা সময় যুবভারতীতে মেসির সঙ্গে একেবারে সেঁটে থাকতে দেখা যায় অরূপকে। প্রত্যেক ছবিতেই তাঁঁকে দেখা যায়। এমনকি অভিযোগ ওঠে, নিজের পরিবার-পরিজনদেরও মাঠে মেসির পাশে হাজির করান অরূপ। ফলে গোটা অব্যবস্থার জন্য অরূপকে দায়ী করছেন অনেকেই। দলের অন্দরেও তীব্র অসন্তোষ ধরা পড়ছিল।
সেই আবহেই অরূপের দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকে শোকজ করা হয়। তাঁর দফতরের অধীনেই পড়ে যুবভারতী। তাই অরূপের বিরুদ্ধেও পদক্ষেপের দাবি উঠছিল লাগাতার। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই এদিন মমতাকে চিঠি দিয়ে ইস্তফার ইচ্ছে প্রকাশ করেন অরূপ। যুবভারতীতে মেসি-কাণ্ডের জেরে মমতা সরকার ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নিয়েছে। শোকজ করা হয়েছে ডিজি রাজীব কুমার, বিধাননগরের সিপি মুকেশ কুমারকেও। সিট গঠনও করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে বিধাননগর কমিশনারেটের অনীশ সরকারকেও। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হচ্ছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দকেও পদ থেকে সরানো হয়েছে।
অরূপের এই ইস্তফা-চিঠির নেপথ্যে বিরোধীদের চাপও কাজ করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। কারণ অরূপকে পদে রেখে নিরপেক্ষ তদন্ত সম্ভব হবে কী করে, প্রশ্ন উঠতে শুরু করেছিল বিরোধী শিবির এবং বিভিন্ন মহল থেকে। তাই প্রশ্নের অবকাশ যাতে না থাকে, সেই কারণেই অরূপ ইস্তফার ইচ্ছে প্রকাশ করলেন বলে মনে করা হচ্ছে। তবে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেসির সফর ঘিরে যে বিশৃঙ্খলা দেখা দেয় যুবভারতীতে, যে কলঙ্কে মাথা হেঁট হয়ে যায় পশ্চিমবঙ্গের, তা নিয়ে এখনও পর্যন্ত কঠোর মনোভাবই দেখাচ্ছে রাজ্যের সরকার।






















