এক্সপ্লোর
Advertisement
ধোনি@৩৬, জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মাহিকে বিশেষ বার্তা যুবির!
নয়াদিল্লি: ৩৬ বছরের জন্মদিনের আগে এরচেয়ে বোধহয় ভাল কোনও উপহার কেউ দিতে পারত না ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম একদিনের ম্যাচে ক্যারিবিয়ান শিবিরকে আট উইকেট দুরমুশ করে সিরিজ ৩-১ জিতে নেয় টিম ইন্ডিয়া। আর এটাই মেন ইন ব্লু-র তরফে ধোনিকে দেওয়া তাঁর জন্মদিনের সেরা উপহার।
শুধু তাই নয়, এই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে পঞ্চম স্থানে রয়েছেন ধোনি। ভক্ত এবং সতীর্থদের থেকে শুভেচ্ছাবার্তায় আজ সকাল থেকে ভেসে যাচ্ছে ভারতের উইকেট রক্ষক-ব্যাটসম্যানের টুইটার পেজ।
তবে বিভিন্ন সতীর্থদের মধ্যে যুবরাজ মাহিকে একটু অন্যভাবেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁর জন্মদিনে। দেখুন যুবির সেই টুইট
এছাড়া বাইশ গজে ধোনির অন্য সতীর্থ যাঁরা তাঁকে আজকের দিনে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের টুইটগুলো দেখে নেব একঝলকেMany happy returns of the day to Mr. Helicopter @msdhoni have a great day buddy, the cake awaits you ???????? ????#happybirthday #cakesmash pic.twitter.com/bXPyVSVjq9
— yuvraj singh (@YUVSTRONG12) July 6, 2017
Happy Birthday to a legend of the game @msdhoni .Thank you for all that you have done and wish you the best in life.#HappyBirthdayMSD pic.twitter.com/YWExIXz9rH — Mohammad Kaif (@MohammadKaif) July 7, 2017
Happy birthday @msdhoni ????????????Have a gr8 day and a fabulous year mahi????????
— VVS Laxman (@VVSLaxman281) July 7, 2017
To a man who has given Indian fans innumerable moments of joy,#HappyBirthdayMSD May the helicopter continue to fly and land in our hearts. pic.twitter.com/CVupTH4xDV — Virender Sehwag (@virendersehwag) July 7, 2017
এদিকে দুদিন আগেই ধোনির বিয়ের জন্মদিনও ছিল। ২০১০ সালের ৪ জুলাই সাক্ষীকে বিয়ে করেন মাহি। মঙ্গলবার সাত বছর পূর্ণ হয়েছে তাঁদের একসঙ্গে পথচলার। কিন্তু সেদিন তাঁদের কেউই শুভেচ্ছা জানাননি। কারণ, সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে নিজে হাফ সেঞ্চুরি করলেও, সেদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯০ রান তাড়া করে ভারতকে জেতাতে পারেননি ধোনি। প্রসঙ্গত, সেদিন বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি ক্যারিবিয়ান বোলারদের সামনে কার্যত দাঁড়াতে পারেননি। ১১ রানে চতুর্থ একদিনের ম্যাচ হেরে যায় টিম ইন্ডিয়া।তারপরই শুরু হয় সমালোচনার ঝড়।
বিশ্বের অন্যতম সেরা ফিনিশর হিসেবে ক্রিকেট দুনিয়ায় পরিচিতি থাকলেও, সেদিন ম্যাচের শেষপর্যন্ত থেকেও ধোনি শেষরক্ষা করতে পারেননি। আপাতত সিরিজ জয়ের পর সমস্ত সমালোচনাকে পিছনে ফেলে জন্মদিনে প্রিয়জনেদের সঙ্গে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সময় কাটাচ্ছেন ধোনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement