এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
জোফরা আর্চারের বাউন্সারে আহত হওয়ার পর স্মিথের মনে পড়ে গিয়েছিল ফিল হিউজকে
চলতি অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারের বাউন্সারে আঘাত পাওয়ার পর অজি ব্যাটিংয়ের স্তম্ভ স্টিভ স্মিথের মনে পড়ে গিয়েছিল তাঁর প্রয়াত সহ খেলোয়াড় ফিল হিউজের কথা। আর্চারের বাউন্সারে ঘাড়ে আঘাত পাওয়ার কিছুক্ষণ পরেই ফের ব্যাট হাতে নেমে পড়েছিলেন স্মিথ।
লন্ডন: চলতি অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারের বাউন্সারে আঘাত পাওয়ার পর অজি ব্যাটিংয়ের স্তম্ভ স্টিভ স্মিথের মনে পড়ে গিয়েছিল তাঁর প্রয়াত সহ খেলোয়াড় ফিল হিউজের কথা। আর্চারের বাউন্সারে ঘাড়ে আঘাত পাওয়ার কিছুক্ষণ পরেই ফের ব্যাট হাতে নেমে পড়েছিলেন স্মিথ। কিন্তু পরের দিন সকালে অসুস্থ বোধ করায় ওই টেস্টে আর খেলেননি তিনি। টেস্ট ক্রিকেটের প্রথম কনকাশন সাবস্টিটিউট হিসেবে খেলেন লাবুশানে।
সিরিজের তৃতীয় টেস্টেও খেলতে পারেননি স্মিথ। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্মিথ বলেছেন, আঘাত পাওয়ার পর আমার মনে কয়েকটি বিষয় ঘোরাফেরা করছিল। কয়েক বছর আগের একটা ঘটনার কথাও মাথায় আসে। সম্ভবত অতীতের ওই ঘটনার কথাই প্রথম ভেবেছিলাম।
উল্লেখ্য, ২০১৪-তে শেফিল্ড শিল্ডের ম্যাচে বাউন্সারে আহত হয়েছিলেন হিউজ। পরে তাঁর মৃত্যু হয়।
আঘাতের পর কিছুটা দেরিতে ঝিমুনি ভাব দেখা দিয়েছিল স্মিথের। এ ব্যাপারে স্মিথের মনে হচ্ছিল , যেন খুব বেশি মদ্যপান করে ফেলেছিলেন। চিকিত্সক যখন জানতে চান যে, কেমন বোধ করছেন , তখন তাঁকে এই কথা বলেছিলেন স্মিথ।
এরপর আরও কয়েকটা দিন এমনই অনুভূতি ছিল তাঁর। এমন ঘটনা আদৌ অভিপ্রেত নয়। তৃতীয় টেস্ট খেলতে না পারাটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার বলে মন্তব্য করেছেন স্মিথ। আগামী চার সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। এই ম্যাচে খেলবেন স্মিথ। ওই ম্যাচে তাঁর দিকে শর্ট বল ধেয়ে আসবে বলেই ধরে নিচ্ছেন স্মিথ। কিন্তু আর্চারের বিরুদ্ধে খেলার ধরন তিনি পাল্টাবেন না বলেই জানিয়েছেন স্মিথ।"There’s been a bit of talk that’s he’s got the wood over me, but he hasn’t actually got me out." - Steve Smith on Jofra Archer #Ashes pic.twitter.com/3iF1vvVh0o
— cricket.com.au (@cricketcomau) August 28, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement