এক্সপ্লোর
স্মিথকে থামানোর ‘গোপন উপায়’ জানালেন ওয়ার্ন
স্মিথকে থামানোর উপায় বাতলালেও, তাঁর প্রশংসা করেছেন ওয়ার্ন।

লন্ডন: চলতি অ্যাশেজে স্বপ্নের ফর্মে থাকা স্টিভ স্মিথকে আউট করার জন্য ইংল্যান্ডের বোলারদের ‘গোপন উপায়’-এর কথা জানালেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী লেগস্পিনার শেন ওয়ার্ন। তিনি বলেছেন, ‘স্মিথকে ফুল লেংথ বল দিতে হবে। অফ স্টাম্পের খুব বেশি বাইরে বল করলে হবে না। সামান্য বাইরে বল রাখতে হবে যাতে ও অফসাইডে শট খেলার চেষ্টা করে। এর সঙ্গে লেগ স্লিপ রেখে মাঝেমাঝে শর্ট বল করতে হবে। আমি হলে এটাই করতাম। তাছাড়া স্মিথ ক্রিজে আসার পরেই ইংল্যান্ডের বোলাররা যথেষ্ট স্লোয়ার ডেলিভারিও করেনি। আমি হলে সেটাও করতাম।’ স্মিথকে থামানোর উপায় বাতলালেও, তাঁর প্রশংসা করেছেন ওয়ার্ন। তিনি বলেছেন, ‘একটি দলের বিরুদ্ধে একজন ব্যাটসম্যানের এতটা দাপট এর আগে আমি দেখিনি। একটি সিরিজে ৭৫১ রান! ওর কোনও জবাব ইংল্যান্ডের কাছে নেই। ওদের যা কিছু পরিকল্পনা ছিল, সেগুলি হয় কার্যকর করা সম্ভব হয়নি, অথবা স্মিথ সহজেই ইংল্যান্ডের বোলারদের আক্রমণ সামাল দিয়েছে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















