Ashes 2021-22: চোটের জন্য অ্যাশেজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড
Ashes 2021-22: ওই টেস্টেই পান চোট (injury)। যা তাঁকে ছিটকে দিল পরের টেস্ট থেকে। উল্লেখ্য প্রথম টেস্টে পরই বাড়ি ফিরে গিয়েছিলেন হ্যাজেলউড। সেখানই আপাতত নিজেকে ফিট করে তোলার চেষ্টা করবেন এই পেসার।
অ্যাডিলেড: অ্যাশেজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন জশ হ্যাজেলউড। ব্রিসবেন টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২৭ ওভার বল করে ৩ উইকেট নেন হ্যাজেলউড (Josh Hazlewood)। ওই টেস্টেই পান চোট (injury)। যা তাঁকে ছিটকে দিল পরের টেস্ট থেকে। উল্লেখ্য প্রথম টেস্টে পরই বাড়ি ফিরে গিয়েছিলেন হ্যাজেলউড। সেখান থেকেই আপাতত নিজেকে ফিট করে তোলার চেষ্টা করবেন এই ডানহাতি পেসার। হ্যাজেলউড ছিটকে যাওয়ায় অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে একাদশে আসতে পারতেন মাইকেল নিসার বা জেই রিচার্ডসনের কোন একজন। ১৬ ডিসেম্বর থেকে শুরু দিন রাতের অ্যাডিলেড টেস্ট।
এদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হারের ক্ষতের মধ্যেই আরও বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড (The Ashes)। মন্থর ওভার রেটের জন্য বিরাট জরিমানার মুখে জো রুটরা (Joe Root)। সেই সঙ্গে কাটা গেল মূল্যবান পয়েন্টও।
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য ইংরেজ ক্রিকেটারদের একশো শতাংশ ম্যাচ ফি-ই জরিমানা করা হল। যার অর্থ, এই ম্যাচ থেকে কোনও ফি-ই পাবেন না জো রুট-ক্রিস ওকস-বেন স্টোকসরা। পাশাপাশি ৫ ওভার পিছিয়ে থাকায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের ৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রত্যেক স্লো ওভার রেটের জন্য এক পয়েন্ট করে কাটা যায়। এদিকে, আচরণবিধি ভাঙায় ম্যাচের সেরা অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডেরও ১৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।
অ্যাশেজ সিরিজ (The Ashes 2021-22) শুরু হওয়ার আগে থেকেই বিতর্কে জর্জরিত ছিল অস্ট্রেলিয়া (Eng vs Aus। মাঠের পারফরম্যান্স দিয়ে সমস্ত বিতর্কের জবাব দিল অস্ট্রেলিয়া। গাব্বায় (Gabba) অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে দিলেন কামিন্স-স্টিভ স্মিথরা। অজিরা এগিয়ে গেলে ১-০ ব্যবধানে। আর দলের জয়ে উজ্জ্বল অবদান রাখলেন নাথান লায়ন। ইংল্যান্ডের প্রথম ইনিংসে উইকেটহীন ছিলেন। দ্বিতীয় ইনিংসে তুলে নিলেন ৪ উইকেট। টেস্ট ক্রিকেটে চারশো উইকেট হয়ে গেল তাঁর।