Ashes, 2nd Test: শেষ বলে রুটকে হারিয়ে কোণঠাসা ইংল্যান্ড, সিরিজ ২-০ করার পথে অস্ট্রেলিয়া
Aus vs Eng: অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার দাপট চলছে। চতুর্থ দিনের শেষেই জয়ের স্বপ্নে বুঁদ অজিরা। ম্যাচের শেষ দিনে ইংল্যান্ডকে (Australia vs England) জিততে করতে হবে ৩৮৬ রান, হাতে রয়েছে ছয় উইকেট।
অ্যাডিলেড: অ্যাশেজ সিরিজে (The Ashes) অস্ট্রেলিয়ার দাপট চলছে। চতুর্থ দিনের শেষেই জয়ের স্বপ্নে বুঁদ অজিরা। ম্যাচের শেষ দিনে ইংল্যান্ডকে (Australia vs England) জিততে করতে হবে ৩৮৬ রান, হাতে রয়েছে ছয় উইকেট। অলৌকিক কিছু না হলে পরাজয় অবশ্যম্ভাবী।
চতুর্থ দিনের শুরুটা কিন্তু ইংল্যান্ড বেশ ভালই করেছিল। ১০ রানের মধ্যেই অজিদের তিন উইকেট নিয়ে, অল্প আশার আলো জাগিয়েছিলেন ইংল্যান্ড বোলাররা। তবে প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসেও ফের ঝলসে উঠল মার্নাস ল্যাবুশেনের ব্যাট। ট্র্যাভিস হেড ও ল্যাবুশেনের ৮৯ রানের পার্টনারশিপ ইংল্যান্ডের প্রত্যাঘাতের আশা শেষ করে দেয় । দুজনই ৫১ রান করে আউট হন। পরের দিকে ক্যামরন গ্রিন ঝোড়ো ৩৩ রান করে যান । অস্ট্রেলিয়া নয় উইকেটের বিনিময়ে ২৩০ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার দেয়। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৪৬৮ রানের লক্ষ্য রাখে ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার হাসিব হামিদকে শূন্য রানে হারায় ইংল্যান্ড। রোরি বার্নস (৩৪) ও ডেভিড মালান (২৩) কিছুটা চেষ্টা করলেও বড় রান পাননি। ওয়ার্ম আপের সময় চোট পাওয়ায় দিনের শুরুতে ফিল্ডিং করতে নামেননি জো রুট। ব্যাট হাতে তিনি লড়াই শুরু করেন। তবে দিনের শেষ বলে মিচেল স্টার্ক রুটকে ২৪ রানে ড্রেসিংরুমে ফেরান। ক্রিজে রয়েছেন বেন স্টোকস (৩)। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর চার উইকেটের বিনিময়ে ৮২ রান ।
আরও পড়ুন: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার রবি
দলে কোনও বিশেষজ্ঞ স্পিনার নেই। চোটের কারণে নামতে পারেননি জো রুট। সেই পরিস্থিতিতে রবিবার অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্পিন বোলিং করলেন ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন। স্পিন বল করে তিনি কোনও সাফল্য না পেলেও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেল। ভাইরাল হয়ে গেল রবিনসনের স্পিন বোলিংয়ের ভিডিও।