এক্সপ্লোর
Advertisement
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে অশ্বিন, দুইয়ে জাডেজা
দুবাই: টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরল ঘটনা। দ্বিতীয়বার বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে দুই ভারতীয়। রবিচন্দ্রন অশ্বিন বেশ কিছুদিন ধরেই এক নম্বর জায়গা ধরে রেখেছেন। এবার দ্বিতীয় স্থানে উঠে এলেন রবীন্দ্র জাডেজা। এর আগে ১৯৭৪ সালে বিষেণ সিংহ বেদী ও ভাগবত চন্দ্রশেখর যতাক্রমে এক ও দুই নম্বরে ছিলেন। ৪২ বছর পরে সেই নজির গড়লেন অশ্বিন-জাডেজা।
ইংল্যান্ডের বিরুদ্ধে গতকাল সমাপ্ত হওয়া টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জাডেজার। পাঁচ টেস্টের সিরিজে ২৬ উইকেট নিয়েছেন তিন। চেন্নাইয়ে সিরিজের শেষ টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৫৪ রানে ১০ উইকেট নিয়েছেন তিনি। তার ফলে ৬৬ পয়েন্ট পেয়েছেন জাডেজা। তাঁর এখন মোট পয়েন্ট ৮৭৯। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে ২৮ উইকেট নেওয়া অশ্বিনের পয়েন্ট ৮৮৭।
টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও যথারীতি অনেকটা এগিয়ে আছেন অশ্বিন। তাঁর ধারেকাছে কেউ নেই। জাডেজা অনেকটা উন্নতি করে তিন নম্বরে উঠে এসেছেন। এক্ষেত্রে এটাই তাঁর সেরা র্যাঙ্কিং।
ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। চেন্নাইয়ে সিরিজের শেষ টেস্টে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখানোর সুবাদে লোকশ রাহুল ও করুণ নায়ারের অনেকটা উন্নতি হয়েছে। রাহুল ২৯ ধাপ উঠে এখন ৫১ নম্বরে এবং নায়ার ১২২ ধাপ উঠে ৫৫ নম্বরে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement