এক্সপ্লোর
Advertisement
নেটে অনুশীলনের সময় হাতে চোট পেলেন অশ্বিন
চেমসফোর্ড: হাতে সামান্য চোট পেলেন ভারতীয় দলের স্পিনার। এজন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে চলতি অনুশীলন ম্যাচের দ্বিতীয় দিন মাঠে নামেননি তিনি।
সকালে নেটে অনুশীলনের সময় হাতে চোট পান অশ্বিন। সেই চোট যাতে আরও না বাড়ে সেজন্য অশ্বিন এসেক্সের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় দিনে বোলিং বা ব্যাটিং না করার সিদ্ধান্ত নেন তিনি। ভারতের টিম ম্যানেজমেন্ট জানিয়েছেন, ফিজিও চোট পরীক্ষা করে দেখেছেন। চোট সামান্য। এ নিয়ে চিন্তার কোনও কারণ নেই।
মাঠে না নামলেও দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের সময় নেটে বোলিং করেন অশ্বিন।
অনুশীলন ম্যাচে ভারত ১০০.২ ওভারে ৩৯৫ রানে অল আউট হয়ে যায়। দীনেশ কার্তিক সর্বোচ্চ ৮২ রান করেন।
এরপর এসেক্সের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে ঘাম ঝরাতে হয় ভারতীয় বোলারদের। দ্বিতীয় দিনের সবুজ পিচে বিপক্ষের মাত্র পাঁচটি উইকেট ফেলতে সক্ষম হয় ভারত। দিনের শেষে এসেক্সের রান ৫ উইকেটে ২৩৭। ভারতের থেকে ১৫৮ রানে পিছিয়ে রয়েছে তারা। ক্রিজে রয়েছেন অভিজ্ঞ জেসম ফস্টার (২৩) এবং পল ওয়াল্টার।
আগামী ১ আগস্ট বার্মিংহামে প্রথম টেস্ট শুরু হচ্ছে। আবহাওয়া গরম থাকতে পারে। এই পরিবেশে ভারতীয় স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে মনে করা হচ্ছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement