এক্সপ্লোর
Advertisement
দেখুন এশিয়া কাপের ফাইনালে শিখরকে আউট করে বাংলাদেশের ক্রিকেটারের নাগিন ডান্স
দুবাই: গতকাল টানটান ফাইনালে বাংলাদেশকে হারিয়ে সপ্তমবারের জন্য এশিয়া কাপ জয়ের রেকর্ড করলেও ইনিংসের শুরুতেই ২ উইকেট খুইয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। বিশেষ করে ফর্মে থাকা ওপেনার শিখর ধবন আচমকা আউট হয়ে যাওয়ায় চিন্তায় পড়েছিলেন অনেকেই। উল্টোদিকে বাংলাদেশি শিবিরে তখন স্বাভাবিকভাবেই উল্লাস। আনন্দের আতিশয্যে নাগিন ডান্স করে করে ফেললেন নাজমুল ইসলাম।
টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠায় রোহিত শর্মার দল। ২২২ রানে শেষ হয়ে যায় বাংলাদেশিদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার রোহিত ও শিখর ভাল শুরু করেন। কিন্তু নিজের ১৫ রানের মাথায় আউট হয়ে যান শিখর। নাজমুল ইসলামের বলে সৌম্য সরকার তাঁর ক্যাচ ধরেন। আনন্দে লাফিয়ে ওঠেন বাংলাদেশের ক্রিকেটাররা। আগেভাগেই শুরু হয়ে যায় জয়ের উৎসব। তখনই নাজমুল শুরু করেন তাঁর নাগিন ডান্স।
— Kabali of Cricket (@KabaliOf) September 28, 2018
এর আগে নিডহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা মাঠের মধ্যেই সাপের মত করে ফণা দুলিয়ে নাচ করেন। সেই নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপর থেকে সেটাই হয়ে যায় তাঁদের আনন্দ করার ট্রেডমার্ক স্টাইল।
যদিও বাংলাদেশিদের আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। ম্যাচে লড়াই হলেও ৩ উইকেট হাতে থাকতেই জিতে যায় টিম ইন্ডিয়া।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement