BANG vs AFG, 1 Innings Highlight: আফগান বোলিং ঝড়ে তাসের ঘরের মত ভেঙে পড়ল বাংলাদেশের ব্য়াটিং
Asia Cup 2022, BANG vs AFG: মোট ৬ উইকেট ভাগ করে প্রতিপক্ষের তুলে নেন রশিদ (Rashid Khan) ও মুজিব। প্রথমে ব্য়াট করতে নেমে মাত্র ১২৭ রানই বোর্ডে তুলতে পারে বাংলাদেশ।
শারজা: মুজিব-রশিদদের দুরন্ত বোলিং। শাকিব-মুশফিকুরদের ব্যাটিং ব্যর্থতা। আফগানিস্তানদের (Afganistan) বিরুদ্ধে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ের মুখে টাইগার বাহিনী। মোট ৬ উইকেট ভাগ করে প্রতিপক্ষের তুলে নেন রশিদ (Rashid Khan) ও মুজিব। প্রথমে ব্য়াট করতে নেমে মাত্র ১২৭ রানই বোর্ডে তুলতে পারে বাংলাদেশ।
দুরন্ত মুজিব-রশিদ
বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন মহম্মদ নঈম ও আনামুল হক। কিন্তু ২ জনেই কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। নঈম ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে ৫ রান করে ফিরে যান আনামুল হক। ১১ রান করে প্য়াভিলিয়নে ফেরেন শাকিব আল হাসান। মুশফিকুর রহিম মাত্র ১ রান করে রশিদের প্রথম শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন। মাত্র ৫৪ রানের মধ্যে বাংলাদেশের ৫ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে লোয়ার অর্ডার কিছুটা রুখে দাঁড়ানোর চেষ্টা করে। ব্যক্তিগত ১২ রানের মাথায় রশিদ খানের বলে আউট হন আফিফ হোসেন। মাহমুদুল্লাহও ২৫ রান করে রশিদের শিকার হয়ে ফেরেন।
লোয়ার অর্ডারে এরপর মোসাদ্দেক হোসেন ও মেহদি হাসান মিলে দলের স্কোরবোর্ড একশোর গণ্ডি পার করে দেন। ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন মোসাদ্দেক। মেহদি ১৪ রান করে আউট হন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান বোর্ডে তুলে নেয় আফগানিস্তান।
শাকিবের ১০০ তম টি-টোয়েন্টি ম্যাচ
এশিয়া কাপের মঞ্চে নতুন মাইলস্টোন স্পর্শ করলেন শাকিব আল হাসান। এদিন আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2022) ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি (T20 Internation Cricket) ক্রিকেটে নিজের ১০০ তম ম্যাচ খেলে ফেললেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। এবারের টুর্নামেন্টের বাংলাদেশের অধিনায়ক তিনি।
২০০৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল বাঁহাতি এই তারকা অলরাউন্ডারের। সেই বছরের ২৮ নভেম্বর জিম্বাবোয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল শাকিবের। সেই ম্যাচে ব্যাট হাতে ২৬ রান করেছিলেন তিনি। বল হাতে ১ উইকেট তুলে নিয়েছিলেন।
শাকিবের আগে মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম রয়েছেন তালিকায়। মাহমুদুল্লাহ বাংলাদেশের জার্সিতে ১১৯ ম্যাচ খেলেছেন। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা মুশফিকুর রহিম মোট ১০১ ম্যাচ খেলেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।