(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs AFG, 1 Innings Highlight: কিং কোহলির সেঞ্চুরি, রাহুলের ঝোড়াে ব্যাটিং, রানের পাহাড় ভারতের
Asia Cup 2022, IND vs AFG: আফগানিস্তানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ থেকেই বিশ্বকে ফের জানান দিলেন যে তিনি এখনও শেষ হয়ে যাননি। আন্তর্জাতিক ক্রিকেটে ৭১তম শতরান হাঁকালেন বিরাট।
দুবাই: ম্যাচের আগেই স্টেডিয়ামের বাইরে আতঙ্ক ছড়িয়েছিল। ভারত-আফগানিস্তান (Afganistan) ম্যাচ শুরুর আগে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগুনের খবরে আতঙ্ক ছড়িয়েছিল। স্টেডিয়ামের বাইরে থেকে এই আগুনের সূত্রপাত হলেও দূর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। সূত্র মারফৎ জানা যায় যে, স্টেডিয়ামের এন্ট্রি গেটের কাছে একটি বিল্ডিংয়ে আগুন লেগে যায়। যদিও দ্রুত তা নেভানোর কাজ শুরু হয়। কিন্তু হঠাৎ কেন আগুন লাগল, তা জানা যায়নি। তবে খেলা শুরুর পর গোটা বিশ্বের বোলারদের আতঙ্ক বাড়িয়ে দিলেন বিরাট কােহলি (Virat Kohli)। ফের চেনা ছন্দে তিনি। আফগানিস্তানের (Afganistan) বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ থেকেই বিশ্বকে ফের জানান দিলেন যে তিনি এখনও শেষ হয়ে যাননি। আন্তর্জাতিক ক্রিকেটে ৭১তম শতরান হাঁকালেন বিরাট। অর্ধশতরান কে এল রাহুল। নবিদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বোর্ডে ২১২ রান তুলে নিল ভারত।
বিশ্রামে রোহিত, নেতৃত্বে রাহুল
রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্য ও যুজবেন্দ্র চাহালকে বিশ্রাম দেওয়া হয়েছিল এই ম্যাচে। তার বদলে দলে ঢুকেছিলেন দীনেশ কার্তিক, দীপক চাহার ও অক্ষর পটেল। দলকে নেতৃত্ব দেন কে এল রাহুল। আর ব্যাট হাতেও ফর্মে ফিরলেন তিনি। ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলেন রাহুল। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি।
সেঞ্চুরি কোহলির, রানের পাহাড়় ভারতের
এদিন রোহিত শর্মা না খেলায় কে এল রাহুলের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন বিরাট কোহলি। শুরু থেকেই আফগানিস্তানের বোলিং আক্রমণের সামনে ঝোড়ো মেজাজে ব্যাটিং করছিলেন বিরাট। ২ জনে মিলে মাত্র ১০ ওভারে একশোর গণ্ডি পার করে দিয়েছিলেন ভারতের। বিরাট যেন ছিলেন বেশি নির্মম। রাহুল ৬২ রানে প্যাভিলিয়নে ফেরার পর হাত আরও খোলেন প্রাক্তন ভারত অধিনায়ক। শেষ পর্যন্ত ৬১ বলে ১২২ রানের ইনিংস খেলেন কিং কোহলি। অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি। ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেছিলেন তিনি।
পন্থ ১৬ বলে ২০ রান করে অপরাজিত থেকে যান। শেষ পর্যন্ত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১২ রান বোর্ডে তুলে নেয় ভারত।
১০২১ দিনের অপেক্ষার শেষ, বিরাটের ব্যাটে ফের দুরন্ত সেঞ্চুরি