Virat Kohli Century: ১০২১ দিনের অপেক্ষার শেষ, বিরাটের ব্যাটে ফের দুরন্ত সেঞ্চুরি
Asia Cup 2022: এদিন নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মা না খেলায় ওপেনিংয়ে নেমেছিলেন বিরাট কোহলি।
![Virat Kohli Century: ১০২১ দিনের অপেক্ষার শেষ, বিরাটের ব্যাটে ফের দুরন্ত সেঞ্চুরি Asia Cup 2022: Virat Kohli century against Afghanisation in Dubia International Stadium Virat Kohli Century: ১০২১ দিনের অপেক্ষার শেষ, বিরাটের ব্যাটে ফের দুরন্ত সেঞ্চুরি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/08/06c050cd4c1043e313c6afd2c97841071662650995705143_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: অবশেষে। প্রায় আড়াই বছরের অপেক্ষার শেষ। ২০১৯ সালের ২৩ নভেম্বরের পর ২০২২ সালের ৮ সেপ্টেম্বর। আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) সেঞ্চুরি বিরাট কোহলির (Virat Kohli)। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে যদিও এটাই কিং কোহলির প্রথম শতরান। আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে ৬১ বলে অপরাজিত ১২২ রান হাঁকালেন কোহলি। নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
আড়াই বছর পর বিরাট শতরান
তিনি কবে ছন্দে ফিরবেন? তিনি কবে ফের শতরান করবেন, তা ছিল লাখ টাকার প্রশ্ন। বিশ্বের অগনিত বিরাট ভক্তরা অপেক্ষা করেছিলেন এই মুহূর্তটারই। হয়ত গুরুত্বপূর্ণ ম্যাচ না। কিন্তু বিরাট এদিন যেই ইনিংসটি খেললেন তা দেখে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার দুঃখ কিছুটা হলেও লাঘব হবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের।
এদিন রোহিত শর্মা না খেলায় কে এল রাহুলের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন বিরাট কোহলি। শুরু থেকেই আফগানিস্তানের বোলিং আক্রমণের সামনে ঝোড়ো মেজাজে ব্যাটিং করছিলেন বিরাট। ২ জনে মিলে মাত্র ১০ ওভারে একশোর গণ্ডি পার করে দিয়েছিলেন ভারতের। বিরাট যেন ছিলেন বেশি নির্মম। রাহুল ৬২ রানে প্যাভিলিয়নে ফেরার পর হাত আরও খোলেন প্রাক্তন ভারত অধিনায়ক। শেষ পর্যন্ত ৬১ বলে ১২২ রানের ইনিংস খেলেন কিং কোহলি। অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি। ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেছিলেন তিনি।
শেষবার ২০১৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে শতরান এসেছিল। এরপর থেকে আর শতরানের দেখা পাচ্ছিলেন না কোহলি। গত বছর নেতৃত্বও হারিয়েছিলেন। নিজের ফর্মও হারিয়ে আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলেন। কিন্তু এশিয়া কাপে আসার আগে লম্বা বিশ্রাম নিয়েছিলেন তিনি। বিরাট নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে প্রায় ১ মাস ব্য়াট ছুঁয়েও দেখেননি তিনি। আর টুর্নামেন্টের শুরু থেকেই ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে আসছিলেন তিনি। এই ম্যাচের আগে টুর্নামেন্টে ২টো অর্ধশতরানও হাঁকিয়েছিলেন তিনি।
কিন্তু ভারত এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পর বিরাটের ব্যাটে শতরান দেখার আশাতেই হয়ত এদিন টিভির পর্দায় চোখ রেখেছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তাঁদের হতাশ করলেন না কিং কোহলি। কেরিয়ারের ৭১ তম শতরানও পূরণ করলেন ১০২১ দিন পরে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)