IND vs SL, Match Highlight: শ্রীলঙ্কার কাছেও হার, ভারতের এশিয়া কাপ অভিযান কার্যত শেষ
IND vs SL Asia Cup 2022: এশিয়া কাপে ভারতের অভিযান কার্যত শেষ। খালি হাতেই সম্ভবত মরুদেশ থেকে ফিরতে হবে টিম ইন্ডিয়াকে।
দুবাই: গ্রুপ পর্বে দুরন্ত ছন্দে ছিল টিম ইন্ডিয়া। পাকিস্তান সহ গ্রুপের বাকি দুই দলকে হেলায় হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে সুপার ফোরে উঠেছিলেন রোহিত শর্মারা। কিন্তু সুপার ফোরে খেই হারাল ভারত। প্রথমে পাকিস্তানের কাছে হার। তারপর শ্রীলঙ্কার কাছে পরাজয়। এশিয়া কাপে ভারতের অভিযান কার্যত শেষ। খালি হাতেই সম্ভবত মরুদেশ থেকে ফিরতে হবে টিম ইন্ডিয়াকে।
মঙ্গলবার শ্রীলঙ্কা ৬ উইকেটে হারিয়ে দিল ভারতকে। সুপার ফোরে পরপর দুই ম্যাচ জিতে কার্যত ফাইনালে পৌঁছে গেলেন দাসুন শনাকারা। ভারত সুপার ফোরের পরপর দুই ম্যাচ হেরে যাওয়ায় কার্যত ফাইনালের দৌড়ের বাইরে।
তবে কার্যত কথাটা লিখতে হচ্ছে কারণ, অলৌকিক কিছু ঘটলে ভারত যেতে পারে ফাইনালে। কী সেই অলৌকিক কাণ্ড? পাকিস্তানকে বাকি দুই ম্যাচে আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হারতে হবে। আর ভারতকে বিরাট ব্যবধানে হারাতে হবে আফগানদের। একমাত্র তবেই ক্ষীণ একটা সম্ভাবনা তৈরি হতে পারে। যদিও সেই সম্ভাবনা বড় একটা দেখছেন না ভারতীয় ক্রিকেটের কট্টর ভক্তরাও।
ব্যর্থ রোহিতের লড়াই
টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে তিনি বড় রান পাননি। বিরাট কোহলি (Virat Kohli) ছন্দে ফিরলেও, রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাটে যেন রানের খরা দেখা দিয়েছিল। এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরের মরণ-বাঁচন ম্যাচে অবশেষে ব্যাট হাতে জ্বলে উঠলেন রোহিত। ভারত অধিনায়ক ইনিংস ওপেন করতে নেমে ৪১ বলে ৭২ রান করলেন। ইনিংসে ৫টি চার ও চারটি ছক্কা মেরেছেন মুম্বই ইন্ডিয়ান্সের 'হিটম্যান'।
রোহিতের ইনিংসে ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৭৩/৮। ম্যাচ জিততে হলে দাসুন শনাকাদের করতে হতো ১৭৪ রান। ১ বল বাকি থাকতে যে রান তুলে ফেলল শ্রীলঙ্কা।
টস জিতে ভারতকে শুরুতে ব্যাট করতে পাঠান দাসুন শনাকা। ভারতের প্রথম একাদশে একটিই পরিবর্তন হয়। রবি বিষ্ণোইয়ের পরিবর্তে আর অশ্বিনকে খেলাচ্ছে ভারত। তবে শুরুতেই ধাক্কা খায় বারত। মহেশ তিক্ষানার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন কে এল রাহুল (৬ রান)। এশিয়া কাপে দুরন্ত ছন্দে থাকা বিরাট কোহলি রান পাননি। কোনও রান করার আগেই তিনি দিলশান মদুশঙ্কার বলে বোল্ড হয়ে যান। ভারতের স্কোর দাঁড়ায় ১৯/২।
সেখান থেকেই প্রত্যাঘাত রোহিতের। তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদবের সঙ্গে ৯৭ রান যোগ করেন রোহিত। সূর্য ৩৪ রানে আউট হন। রোহিত ফেরেন ৭২ রানে। শেষ দিকে হার্দিক পাণ্ড্য ১৩ বলে ১৭ রান, ঋষভ পন্থ ১৩ বলে ১৭ রান ও আর অশ্বিন ৭ বলে অপরাজিত ১৫ রান করেন।
যদিও শেষ পর্যন্ত ব্যর্থ হল রোহিতের লড়াই। ম্যাচ হেরে ভারতীয় শিবির ডুবে অন্ধকারে।
আরও পড়ুন: থামল 'মিস্টার আইপিএল'-এর বর্ণময় কেরিয়ার, সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়না