Asia Cup: এশিয়া কাপ থেকে বিদায়ের মুখে, তবুও আশাবাদী রোহিত
Asia Cup 2022: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা অবশ্যই চিন্তার। কিন্তু সব কিছুর পরেও চিন্তার কারণ দেখছেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা।
দুবাই: এশিয়া কাপে থেকে ছিটকে যাওয়ার পথে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। পাকিস্তানের (Pakistan) পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও সুপার ফোরের ম্যাচে হারতে হয়েছে। টানা ২টো গুরুত্বপূর্ণ ম্যাচে হারের পর টিম ম্যানেজমেন্ট, দল নির্বাচন, ক্যাপ্টেন্সি, বোলারদের পারফরম্যান্স সব কিছু নিয়েই প্রশ্ন উঠেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা অবশ্যই চিন্তার। কিন্তু সব কিছুর পরেও চিন্তার কারণ দেখছেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা।
কী বলছেন ভারত অধিনায়ক?
শ্রীলঙ্কা ম্যাচ হারের পর রোহিত বলছেন, ''আবেশ সুস্থ হয়ে ওঠেনি। ও বেশ অসুস্থ আছে। আমরা যখন বিভিন্ন দেশের সফরে যাচ্ছিলাম, তখন আমাদের দলে চারজন পেসার থাকছিল। কিন্তু তিনজন পেসারকে খেলানো হলে কী হতে পারে, সেটাও আমরা পরখ করে নিতে চাইছিলাম। বিশ্বকাপের সময় আমি সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে তৈরি থাকতে চাই। হার্দিক দলে ফেরার পর থেকে আমরা সবসময় তিন পেসারের সঙ্গে খেলেছি। হার্দিক চতুর্থ পেসার হিসেবে খেলেছে। কিন্তু আমাদের সমস্ত বিকল্প নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। আমরা মোটামুটি ভালোভাবেই জানি যে আমাদের প্রথম একাদশ নিয়ে কীভাবে এগোতে হবে।''
Indian 🇮🇳 skipper @ImRo45 talks about Dilshan's performance, respecting every opponent, and seeing the confidence in Arshdeep Singh 💪🏼#SLvIND #ACC #AsiaCup2022 #GetReadyForEpic pic.twitter.com/oJPiXWFP7h
— AsianCricketCouncil (@ACCMedia1) September 6, 2022
হিটম্যান আরও বলেন, ''আমাদের টিম হিসেবে প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করতে হবে। এখনই এত চিন্তার কিছু নেই। বিশ্বকাপের আগে আমরা মাত্র ২টো ম্যাচ হেরেছি। এছাড়া খুব বেশি ম্যাচ হারিনি আমরা। এই হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা এশিয়া কাপে নিজেদের কিছু কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতে পেয়েছিলাম। তবে আমরা অনেক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি।''