IND vs PAK, Match Highlights: রিজওয়ান-নওয়াজের দুরন্ত পার্টনারশিপে ভর করে পাঁচ উইকেটে জিতল পাকিস্তান
Asia Cup 2022, IND vs PAK: পিঞ্চ হিটার হিসাবে নেমে ২০ বলে ৪২ রানের ইনিংস খেলেন নওয়াজ। রিজওয়ান করেন ৭১ রান।
দুবাই: চলতি এশিয়া কাপের (Asia Cup 2022) গ্রুপ পর্বে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পাকিস্তানকে মাত দিয়েছিল ভারতীয় দল (IND vs PAK)। এদিন ফের একবার এক টানটান ম্যাচের সাক্ষী থাকলেন দর্শকরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে সেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে নিল পাকিস্তান।
বিরাট কোহলির ব্যাটে ভর করে ভারতীয় দল পাকিস্তানকে ১৮২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। এই রান করা একেবারে সহজ না হলেও, এই ম্যাচে ভারতীয় দল একটি ফাস্ট বোলার কম নিয়েই খেলছে। তাই প্রথম ইনিংস শেষে ম্যাচ ৫০-৫০ ছিল। ইনিংসের শুরুটা পাকিস্তানি ওপেনাররা বেশ জমাটি মেজাজে করলেও, ভারতকে প্রথম সাফল্য এনে দেন রবি বিষ্ণোই। এশিয়া কাপে নিজের প্রথম ম্যাচে প্রথম ওভারেই তিনি ১৪ রানে ফেরান বাবর আজমকে। পাকিস্তান অধিনায়কের খারাপ টুর্নামেন্ট অব্যাহত রইল। ফখর জামানকে ১৫ রানে ফেরান যুজবেন্দ্র চাহাল।
রিজওয়ান-নওয়াজের দুরন্ত পার্টনারশিপ
তবে বাবরের পার্টনার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) কিন্তু ভারতের বিরুদ্ধে নিজের অসামান্য ফর্ম অব্যাহত রাখলেন। কিপিংয়ের সময় রিজওয়ানের পেশিতে হালকা চোট লেগেছিল বটে। তবে ব্যাটিংয়ে কিন্তু তাঁর লেশমাত্র দেখা গেল না। বড় শট খেলা থেকে রান নেওয়া, সবেতেই সাবলীল ছিলেন রিজওয়ান। ফখর আউট হওয়ার পর পিঞ্চ হিটারের ভূমিকায় ক্রিজে পাঠানো হয় মহম্মদ নওয়াজকে। তিনিও ব্যাট হাতে অসাধারণ এক ইনিংস খেলেন। পাওয়ার হিটিংয়ে ভর করে ২০ বলে ৪২ রানের ইনিংস খেলেন নওয়াজ। রিজওয়ানের সঙ্গে তৃতীয় উইকেটে যোগ করেন ৭৩ রান।
তবে যখন মনে হচ্ছিল রিজওয়ান ও নওয়াজ ভারতের থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে যাবেন, তখনই পরপর ওভারে দুইজনকে ফিরিয়ে ম্যাচে প্রত্যাবর্তন করে ভারত। নওয়াজকে ফেরান ভুবনেশ্বর কুমার। রিজনওয়ানের ৭১ রানের অনবদ্য ইনিংস থামান হার্দিক পাণ্ড্য। তবে ১৮তম ওভারে আসিফ আলির সহজ ক্যাচ মিস করেন অর্শদীপ সিংহ। সেই ক্যাচই সম্ভবত ভারতের পরাজয়ের বড় কারণ হয়ে দাঁড়াল। আফিস আলি ম্যাচ শেষ করতে না পারলেও তাঁর আট বলে ১৬ রানের ক্যামিও পাকিস্তানের জয় সুনিশ্চিত করে দেয়।
প্রথম ইনিংস
এদিন টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই নাসিম শাহকে চার ও ছক্কা হাঁকিয়ে নিজের মনোভাব স্পষ্ট করে দেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কেএল রাহুল এবং রোহিত, উভয়েই পাওয়ার প্লের পূর্ণ লাভ নিতে আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করেন। ৫০ রানের ওপেনিং পার্টনারশিপও দেন দুইজনে। ভারত পাওয়ার প্লেতে ৬২ রান তোলে। তবে রোহিত ও রাহুল দুইজনেই বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। উভয়েই ব্যক্তিগত ২৮ রান করে সাজঘরে ফেরেন।
আরও পড়ুন: 'কিংগ' কোহলির প্রত্যাবর্তন? ব্যাট হাতে পাক বোলারদের শাসন করলেন বিরাট