(Source: ECI/ABP News/ABP Majha)
Shakib's 100th T20I: আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামতেই নতুন মাইলস্টোন স্পর্শ শাকিবের
Asia Cup 2022: ২০০৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল বাঁহাতি এই তারকা অলরাউন্ডারের। এদিন আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছে বাংলাদেশ।
শারজা: এশিয়া কাপের মঞ্চে নতুন মাইলস্টোন স্পর্শ করলেন শাকিব আল হাসান। এদিন আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2022) ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি (T20 Internation Cricket) ক্রিকেটে নিজের ১০০ তম ম্যাচ খেলে ফেললেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। এবারের টুর্নামেন্টের বাংলাদেশের অধিনায়ক তিনি।
২০০৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল বাঁহাতি এই তারকা অলরাউন্ডারের। সেই বছরের ২৮ নভেম্বর জিম্বাবোয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল শাকিবের। সেই ম্যাচে ব্যাট হাতে ২৬ রান করেছিলেন তিনি। বল হাতে ১ উইকেট তুলে নিয়েছিলেন।
শাকিবের আগে মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম রয়েছেন তালিকায়। মাহমুদুল্লাহ বাংলাদেশের জার্সিতে ১১৯ ম্যাচ খেলেছেন। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা মুশফিকুর রহিম মোট ১০১ ম্যাচ খেলেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।
ব্যাট হাতে প্রায় তিন বছর হতে চলল কোহলির ব্যাটে শতরান নেই। সমালোচনার ঝড় বয়ে গিয়েছে প্রাক্তন ভারতীয় তারকার ফর্মকে কেন্দ্র করে। অনেকে মনে করছেন কোহলির যা ফর্ম, তাতে তাঁর দলে জায়গা পাওয়া আর আগের মতো নিশ্চিত নয়। তবে পাকিস্তানের বিরুদ্ধেই আসতে চলেছে কোহলির সেঞ্চুরি। অবশ্য ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকাবেন কি না, তা সময়ই বলবে। কোহলি সেঞ্চুরি হাঁকাচ্ছেন ম্যাচের নিরিখে। পাকিস্তানের বিরুদ্ধেই কোহলি নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন। তিনি মাঠে নামলেই ভারতীয় হিসাবে গড়ে ফেলবেন এক অনন্য রেকর্ড। প্রথম ভারতীয় এবং বিশ্ব ক্রিকেটে মাত্র দ্বিতীয় ক্রিকেটার (রস টেলর প্রথম) হিসাবে তিন ফর্ম্যাটেই ১০০ বা তার বেশি ম্যাচ খেলে ফেলবেন কোহলি।
ভারতীয় দলের সহ-অধিনায়ক কেএল রাহুল বলেন, 'প্রথম ভারতীয় হিসেবে এই মাইলফলক স্পর্শ করতে চলেছেন বিরাট। দীর্ঘদিন ওঁ আমাদের নেতা ছিল। আজ আমরা যেখানে রয়েছি, এই তরুণ দলকে সেখানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ওঁর অবদান অনস্বীকার্য। আমাদের সামনে প্রমাণ করে দিয়েছে যে সবসময়ই নিজের খেলায় আরও উন্নতি করা সম্ভব। প্রমাণ করেছে যে ফিটনেসটা বাড়িয়ে নিজেদের খেলা একেবারে পরের স্তরে নিয়ে যাওয়া সম্ভব।' মঞ্চ প্রস্তুত, সমর্থকদের উত্তেজনা তুঙ্গে, রয়েছে সতীর্থদের শুভেচ্ছাবার্তাও। এবার খালি বিরাট মাঠে কেমন পারফর্ম করেন, সবার নজর সেইদিকেই।
আরও পড়ুন: দলে ফিরবেন পন্ত, না খেলবেন কার্তিকই? হংকংয়ের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের একাদশ?