Asia Cup 2022: ২৭ অগাস্ট থেকে শ্রীলঙ্কায় শুরু এশিয়া কাপ, দেখা যেতে পারে ভারত-পাক লড়াই
Asia Cup 2022: উল্লেখ্য, ১৯৮৪-তে শুরু হয়েছিল এশিয়া কাপ। প্রথমে তা ছিল একদিনের ম্যাচের টুর্নামেন্ট। কিন্তু ২০১৬-তে এশিয়া কাপ প্রথমবার টি ২০ ফরম্যাটে খেলা হয়েছিল।
নয়াদিল্লি: চলতি ২০২২ সালের টি ২০ ফর্ম্যাটে আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2022) দিনক্ষণ ঘোষণা করা হল। শ্রীলঙ্কায় এবারের টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ২৭ অগাস্ট থেকে। ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বাৎসরিক সাধারণ সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যদিও এখনও সম্পূর্ণ ক্রীড়াসূচি ও গ্রুপ সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি। কিন্তু টি ২০ বিশ্বকাপের আগে এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ লড়াই দেখার সুযোগ পেতে পারেন দর্শকরা।
উল্লেখ্য, ১৯৮৪-তে শুরু হয়েছিল এশিয়া কাপ। প্রথমে তা ছিল একদিনের ম্যাচের টুর্নামেন্ট। কিন্তু ২০১৬-তে এশিয়া কাপ প্রথমবার টি ২০ ফরম্যাটে খেলা হয়েছিল। চলতি বছরে দ্বিতীয়বার টি ২০ ফরম্যাটে এশিয়া কাপের খেলা হবে। এর আগে এই টুর্নামেন্ট ২০২০-তে হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের দাপট অব্যাহত থাকায় এই টুর্নামেন্টের আয়োজন এতদিন পর্যন্ত হতে পারেনি। এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে এই টুর্মামেন্ট আয়োজনের দিনক্ষণ ঠিক করা হল।
এখনও পর্যন্ত ১৪ বার এশিয়া কাপের আয়োজন হয়েছে। প্রতি দুই বছর অন্তর এই টুর্নামেন্ট আয়োজনার কথা। কিন্তু বরাবরই কোনও না কোনও কারণে এই সময়সীমা বেড়েছে। কোনও বার চার বছর পরও টুর্নামেন্টের আয়োজন হয়েছে। এখনও পর্যন্ত যে ১৪ বার টুর্নামেন্টের আয়োজন হয়েছে, তাতে সবচেয়ে সফল দল ভারত। মেন ইন ব্লু ব্রিগেড ৭ বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে, শ্রীলঙ্কা পাঁচ বার ও পাকিস্তান দুবার এশিয়া কাপে বিজয়ী হয়েছে। বাংলাদেশ এখনও পর্যন্ত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে তিনবার রানার আপ হয়েছে বাংলাদেশ।
এশিয়া কাপ ২০২২-এ ছয়টি দল অংশ নেবে। এই দলগুলির মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও একটি যোগ্যতা অর্জনকারী দল। যোগ্যতা অর্জনের লড়াই হবে সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, সিঙ্গাপুর ও হংকংয়ের মধ্যে। তা টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে ২০ অগাস্ট শুরু হবে।