IND Vs BAN : ধাক্কা সামলে লড়াই শাকিব-তৌহিদের, ২৬৫ রানের লড়াকু স্কোর বাংলাদেশের
IND Vs BAN, Innings Highlights : শাকিব ও তৌহিদ বাংলাদেশের পঞ্চম ইনিংসে ১০০ রানের পার্টনারশিপ গড়েন।
কলম্বো : ভারতীয় বোলারদের দেওয়া প্রাথমিক ধাক্কা সামলে শেষমেশ লড়াকু স্কোর খাড়া করল বাংলাদেশ। (IND Vs BAN) নির্ধারিত ৫০ ওভারের শেষে ৮ উইকেটে ২৬৫ রান করেছে তারা. নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিরুদ্ধে দলের কঠিন পরিস্থিতিতে জ্বলে ওঠেন শাকিব আল হাসান (Shakib al Hasan)। একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে এটি শাকিবের ৬৪ তম অর্ধশতরান। আর ভারতের বিরুদ্ধে ওডিআই মঞ্চে নবম হাফ সেঞ্চুরি শাকিবের।
অভিজ্ঞ শাকিবের ৮০ ও তৌহিদ হৃদয়ের (৫৪) জোড়া অর্ধসেঞ্চুরি ভর করে লড়াই করার মতো রসদ জোগাড় করে বাংলাদেশ। শাকিব ও তৌহিদ বাংলাদেশের পঞ্চম ইনিংসে ১০০ রানের পার্টনারশিপ গড়েন। যার আগে একসময় মাত্র ৫৯ রানে ৪ উইকেট খুইয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে বাংলাদেশকে ঘুরিয়ে দাঁড় করান শাকিব-তৌহিদ। শেষপর্বে নাসুম আহমেদের (৪৪) ঝোড়ো ইনিংসে ২৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ।
ব্যাট হাতে ৮৫ বলে ৬ টি চার ও ৩ টি ছক্কার সাহায্যে ৮০ রানের ইনিংস খেলেন শাকিব আল হাসান। ৮১ বলে ৫৪ রান করেন তৌহিদ হৃদয়। ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারি হাঁকান হৃদয়। আর ৪৫ বলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন নাসুম আহমেদ। ২৩ বলে মেহেদি হাসান ৩ টি চার হাঁকিয়ে অপরাজিত ২৯ রানের ক্যামিও ইনিংস খেলার সুবাদে ২৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ।
ভারতের পক্ষে শার্দুল ঠাকুর সর্বোচ্চ ৩ টি উইকেট নেন। তাছাড়া মহম্মদ শামি ২ টি উইকেট নেন। প্রসিধ কৃষ্ণ, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজার ঝুলিতে গিয়েছে ১ টি করে উইকেট। মূল্যবান একটি উইকেট তুলে নেওয়ার মাঝে কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২ হাজারের বেশি রান ও ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন জাড্ডু (Ravindra Jadeja)।
Innings Break!
— BCCI (@BCCI) September 15, 2023
Bangladesh post a total of 265/8 on the board.
Shardul Thakur was the pick of the bowlers with three wickets to his name.
Scorecard - https://t.co/Qi56Y95GFN… #INDvBAN pic.twitter.com/XRiCoWIqZR
আরও পড়ুন- কপিলকে ছুঁলেন জাদেজা, ভারতীয় অলরাউন্ডারের অনন্য কীর্তি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন