(Source: ECI/ABP News/ABP Majha)
Ind vs Pak: খলনায়ক বৃষ্টি, ভেস্তে গেল ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল ভারত-পাকিস্তানের
Asia Cup: পাকিস্তানের সামনে (Ind vs Pak) লক্ষ্য ছিল ২৬৭ রানের। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের বিরুদ্ধে যে রান তাড়া করে জেতাটা সহজ হতো না বাবর আজমদের।
পাল্লেকেলে: নাটকীয় লড়াইয়ের মঞ্চ প্রস্তুত ছিল। প্রাথমিক ব্যাটিং বিপর্যয় কাটিয়ে লড়াকু স্কোর তুলেছিল ভারত। পাকিস্তানের সামনে (Ind vs Pak) লক্ষ্য ছিল ২৬৭ রানের। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের বিরুদ্ধে যে রান তাড়া করে জেতাটা সহজ হতো না বাবর আজমদের।
কিন্তু বাদ সাধল বৃষ্টি। আবহাওয়ার জন্য ভেস্তে গেল এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ। পাকিস্তান ইনিংস শুরুই হল না। ভারতীয় সময় রাত ৯.৫২ তে দুই অধিনায়ক রোহিত শর্মা ও বাবর আজম গোল্ডেন হ্যান্ডশেক করে নিলেন। ১ পয়েন্ট করে পেল ভারত ও পাকিস্তান - দুই দলই।
বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা ছিলই। তবু দুপুরের দিকে পাল্লেকেলের আবহাওয়ার উন্নতি হয়। ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়েই। তবে ভারতীয় ইনিংস চলাকালীন দুবার বৃষ্টি নামে। যার মধ্যে প্রথমবার ৩৩ মিনিট খেলা বন্ধ ছিল। শেষ পর্যন্ত ভারতীয় ইনিংস পুরোটাই শেষ হয়। ২৬৬ রানে অল আউট হয়ে যায় ভারত। পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ২৬৭ রানের। কিন্তু ফের নামে বৃষ্টি। নানারকম অঙ্ক ঘুরতে থাকে। ডাকওয়ার্থ লুইস নিয়মে দেখা যায়, বৃষ্টি থেমে ২০ ওভারের ম্যাচ করা সম্ভব হলে পাকিস্তানের পরিবর্তিত লক্ষ্য দাঁড়াবে ১৫৫ রানের।
কিন্তু তাও করা গেল না। অঝোরে বৃষ্টিতে ম্যাচ ভেস্তেই গেল।
The match has been called off ☹️
— ICC (@ICC) September 2, 2023
Pakistan and India share points with the rain cutting off a promising contest ⛈#AsiaCup2023 | #INDvPAK | 📝: https://t.co/5UWT3ziUDg pic.twitter.com/XBXtRvRFBc
শ্রীলঙ্কার মাটিতে ভারত ও পাকিস্তান - দুই দল এখনও পর্যন্ত ছটি ওয়ান ডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। যার মধ্যে বৃষ্টির জন্য পণ্ড হল ৪টি দ্বৈরথ! দুটি ম্যাচ তো শুরুই করা যায়নি। টসও হয়নি। আইসিসি রেকর্ডে যে কারণে সেই ম্যাচ দুটিকে পরিত্যক্ত বলা হয়েছিল। দুটি ম্যাচে বৃষ্টির জন্য কোনও ফল হল না। বাকি দুই ম্যাচের একটিতে জিতেছে ভারত। অন্যটিতে পাকিস্তান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন