(Source: ECI/ABP News/ABP Majha)
Asia Cup 2023: নেপাল ম্যাচে অর্ধশতরান করে রেকর্ড গড়েছেন, তবুও আফশোস গিলের, কিন্তু কেন?
Subhman Gill: নিজে ৬২ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। অন্যদিকে রোহিত ৫৯ বলে বলে ৭৪ রানের ইনিংস খেলেন।
ক্যান্ডি: নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বৃষ্টিবিঘ্নিত ম্য়াচে ওপেনিং জুটিই দলকে এনে দিয়েছেন। ম্যাচে ব্যাট হাতে অর্ধশতরানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা ও শুভমন গিল (Subhman Gill)। নিজে ৬২ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। অন্যদিকে রোহিত ৫৯ বলে বলে ৭৪ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান। হিটম্যানই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। তবে ম্যাচে ভাল খেললেও পাকিস্তান ম্যাচে নিজের আউট হওয়া ভুলতেই পারছে ন না গিল। নেপাল ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ডানহাতি তরুণ ব্যাটার বলছেন, ''পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আমি যেভাবে আউট হয়েছিলাম তাতে আমি বেশ হতাশ ছিলাম। ওরকমভাবে কোনও ব্যাটারই আউট হতে চান না। নেপালের বিরুদ্ধে ম্যাচে রোহিতের সঙ্গে খেলা শেষ করতে চেয়েছিলাম আমি। রোহিত ও আমি দুজনেই বোলারদের দুর্বলতাকে কাজে লাগিয়ে বেশি সম্ভব বাউন্ডারি হাঁকাতে পছন্দ করি।'' নেপালের বোলিং বিভাগের প্রশংসাও শোনা গেল গিলের মুখে। তিনি বললেন, ''নেপালের বোলাররা নতুন বলে দুর্দান্ত বোলিং করেছে। আমাদের প্রতিনিয়ত চ্যালেঞ্জ করেছে। বল ভিজে গেলে যে ব্যাটারদের জন্য কাজটা সহজ হয়ে যাবে, তা জানতাম। ড্রেসিংরুমে তেমনই আলােচনা হয়েছিল আমাদের।''
উল্লেখ্য, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেপালের বিরুদ্ধে জয়ের জন্য ভারতীয় দলকে ১৪৩ রান তাড়া করতে হত। ওপেনারদের দাপটেই নেপালকে ১০ উইকেটে হারিয়ে দিল ভারত। শুভমন গিল ও রোহিত শর্মা উভয়েই অর্ধশতরান হাঁকান। ১৭ বল বাকি থাকতেই জয় সুনিশ্চিত করে ভারত। রোহিত ৭৪ ও শুভমন ৬৭ রানে অপরাজিত থাকেন। এই জয়ের সুবাদেই এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে নিজেদের জায়গা পাকা করে নিল ভারত।
ম্যাচে বল হাতে যেমন ভারতীয় দলের শুরুটা ভাল হয়নি, ব্যাট হাতেও তেমনটা টিম ইন্ডিয়া, বিশেষত অধিনায়ক রোহিত শুরুটা নড়বড়ে করেছিলেন। প্রথম ওভারেই একাধিকবার তাঁর বিরুদ্ধে আউটের আপিল উঠে। তবে সেই চাপ সামলে নেন। ভারতীয় ইনিংসে ১৩ বল হতে না হতেই বৃষ্টির আগমন ঘটে। এই বৃষ্টির জেরেই ভারতের লক্ষ্য ২৩১ রান থেকে কমে ১৪৩ রান দাঁড়ায়। ৫০ ওভারের ম্যাচ দাঁড়ায় ২৩ ওভারের ম্যাচে।
বৃষ্টির সঙ্গে সঙ্গে থামলে ভারতীয় দল ব্যাটে নামলে দুরন্ত ছন্দে দেখায় দুই ওপেনারকেই। রোহিত ও শুভমন একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠান। ৭.৫ ওভারেই ৫০ রানের গণ্ডি পার করে ফেলে টিম ইন্ডিয়া। রোহিত পাঁচটি চার ও তিনটি ছক্কার সুবাদে মাত্র ৩৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। গিল ৫০ রানের গণ্ডি পার করতে নেন ৪৭ বল। ১৩.৪ ওভারে ১০০ রান করে ভারত। শতরানের গণ্ডি পার করার পর খানিকটা মন্থর গতিতেই ব্যাটিং করে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। চার মেরে দলের জয় সুনিশ্চিত করেন গিল। ৭৪ রানের ইনিংসের জন্য অধিনায়ক রোহিতকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়।