Asia Cup 2023: এশিয়া কাপের সুপার ফোরে কবে ভারত-পাক দ্বৈরথ? দেখে নেওয়া যাক পূর্ণাঙ্গ সূচি
Asia Cup 2023, IND vs PAK: এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় দল। কিন্তু বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচের কোনও ফল নির্ধারিত হয়নি।
কলম্বো: এশিয়া কাপে (Asia Cup 2023) সুপার ফোরের লড়াই শুরু হয়ে গেল আজ থেকে। প্রথম ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তান আজ মুখোমুখি হয়েছে। গ্রুপ পর্বের তিনটি দল পাকিস্তান, ভারত ও বাংলাদেশ সুপার ফোরে নিজেদের জায়গা পাকা করে নিয়েছিল। গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে জয় ছিনিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই সুপার ফোরের জায়গা পাকা করে নেয় লঙ্কা বাহিনী।
সুপার ফোরের সূচি এক নজরে
৬ সেপ্টেম্বর, পাকিস্তান বনাম বাংলাদেশ, শারজাহ, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে
৯ সেপ্টেম্বর, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে
১০ সেপ্টেম্বর, পাকিস্তান বনাম ভারত, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে
১২ সেপ্টেম্বর, ভারত বনাম শ্রীলঙ্কা, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে
১৪ সেপ্টেম্বর, পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে
১৫ সেপ্টেম্বর, ভারত বনাম বাংলাদেশ, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে
১৭ সেপ্টেম্বর, এশিয়া কাপের ফাইনাল, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে
এই সুপার ফোরের পাঁচ ম্যাচ ও ফাইনাল কলম্বোতে খেলার কথা। কিন্তু শ্রীলঙ্কার রাজধানীতে বিগত কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি হওয়ার জেরে ভেন্যু বদলের কথা শোনা যাচ্ছিল। তবে তা হচ্ছে না। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এশিয়া কাপের ম্যাচগুলি আয়োজিত হতে চলেছে।
ইতিমধ্যেই ক্যান্ডিতে বৃষ্টির জেরে ভারত-পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচ ভেস্তে গিয়েছে। ভারত-নেপাল ম্য়াচেও বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। টুর্নামেন্টের পরের দিকে ম্যাচগুলিতে যাতে এই সমস্যা না হয়, সেই কারণেই ভেন্যু বদলের কথা বলছিলেন অনেকে। বিকল্প হিসাবে হাম্বানতোতার নাম নাম শোনা যাচ্ছিল। যেহেতু হাম্বানতোতায় সম্প্রতি একেবারেই বৃষ্টি হচ্ছে না। সেই কারণেই শ্রীলঙ্কান ক্রিকেটের তরফেও হাম্বানতোতায় ম্যাচ আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু শেষমেশ শ্রীলঙ্কা ক্রিকেট, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও টুর্নামেন্ট সম্প্রচারকারী সংস্থার সঙ্গে আলোচনা করে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কলম্বোতেই সুপার ফোর ও ফাইনাল ম্যাচ আয়োজিত হবে বলে সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council)।
সম্প্রচারকারী সংস্থার তরফে জানানো হয় এই মুহূর্তে সমস্ত সরঞ্জাম এত দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই কারণে কলম্বোতেই ম্যাচগুলি আয়োজিত হবে। সুপার ফোরের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ। এই ম্যাচ অবশ্য শ্রীলঙ্কায় নয়, পাকিস্তানের লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত হবে। সুপার ফোরের শ্রীলঙ্কান লেগ শুরু হবে ১০ সেপ্টেম্বর, রবিবার থেকে। সেই ম্যাচে ফের একবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে একে অপরের মুখোমুখি হতে দেখা যাবে।