IND vs INA, Asia Cup Hockey: ইন্দোনেশিয়ার বিরুদ্ধে বড় জয়, এশিয়া কাপ হকিতে নক আউট পর্বে ভারত
Asia Cup Hockey 2022: আর সেই সঙ্গেই সুপার ফোরে জায়গা করে নিল বীরেন্দ্র লাকরার দল। ১৫-০ ব্যবধানে দুর্দান্ত জয় টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দলের।
![IND vs INA, Asia Cup Hockey: ইন্দোনেশিয়ার বিরুদ্ধে বড় জয়, এশিয়া কাপ হকিতে নক আউট পর্বে ভারত Asia Cup Hockey 2022 India vs Indonesia India wins more than 16 goal score difference qualifies Super 4 Pakistan out of tournament IND vs INA, Asia Cup Hockey: ইন্দোনেশিয়ার বিরুদ্ধে বড় জয়, এশিয়া কাপ হকিতে নক আউট পর্বে ভারত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/26/aba424067267f4ef8299d56dae2c545b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জাকার্তা: এশিয়া কাপ হকিতে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে বিশাল বড় জয় ভারতের। আর সেই সঙ্গেই সুপার ফোরে জায়গা করে নিল বীরেন্দ্র লাকরার দল। ১৬-০ ব্যবধানে দুর্দান্ত জয় টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দলের। আর সেই সঙ্গেই নক আউটে জায়গা করে নিল ভারতীয় হকি দল। অন্যদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে পাকিস্তান। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১-১ ব্যবধানে ড্র করেছিল ভারত। পরের ম্যাচে জাপানের বিরুদ্ধে ৫-২ ব্যবধানে হারতে হয়েছিল। অন্যদিকে পাকিস্তান জাপানের বিরুদ্ধে ৩-২ গোলে হেরে গিয়েছিল। তাই এদিনের ম্যাচে ১৫-০ ব্যবধানে জিতলেই একমাত্র নক আউটে জায়গা করে নিতে পারত ভারতীয় হকি দল। সেই লক্ষ্যপূরণ ভারতের।
প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় ভারতীয় দল। প্রথম কোয়ার্টারে আরও ২টো গোল করে ভারত। ৩-০ গোলে এগিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে ভারতীয় হকি দল। দ্বিতীয় কোয়ার্টারে আরও তিনটি গোল করে ভারতীয় দল। তৃতীয় রাউন্ড শেষে ৯-০ গোলে এগিয়ে ছিল ভারতীয় দল। শেষ রাউন্ডে ৬ গোলের লক্ষ্য নিয়ে কোর্টে নেমেছিল কার্থি, নীলম, রাজরা। আর করলেন সাত গোল। মোট ১৬-০ বিশাল ব্যবধানে জয়। ইন্দোনেশিয়ার প্লেয়ারদের দাঁড়াতেই দেননি ভারতীয় হকি প্লেয়াররা। গোটা ম্যাচে মোট ৩৬ বার শট অন টার্গেট ছিল ভারতের। অন্যদিকে মাত্র ১ বার শট অন টার্গেট ছিল ইন্দোনেশিয়ার।
ভারতীয় হকি দল মোট ২১টি পেনাল্টি পেয়েছিল। তার মধ্যে আটবার প্রতিপক্ষের জালে বল জড়াতে পেরেছেন ভারতীয় হকি প্লেয়াররা। কিন্তু ইন্দোনেশিয়া একবারও পেনাল্টি পায়নি।
জাপানের বিরুদ্ধে হারতে হয়েছিল
এর আগে জাপানের বিরুদ্ধে ৫-২ গোলে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে এগিয়ে থেকেও পাকিস্তানের বিরুদ্ধে আটকে যেতে হয়েছিল। এরপর জাপানের বিরুদ্ধে লড়াই করেও হারতে হল মনিন্দর, সুরজরা। ম্যাচের প্রথম হাফে একটি গোল হজম করতে হয়েছিল ভারতকে। পরের হাফে আরও চারটে গোল হজম করে তারা। উল্টে যদিও ২ টো গোল শোধ করেছিল টিম ইন্ডিয়ার হকি প্লেয়াররা। কিন্তু ম্যাচ বাঁচাতে পারেননি তাঁরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)