Asia Cup: 'শত্রু' যখন বন্ধু, ২২ গজের বাইরে সম্প্রীতির বার্তা, বুমরাকে উপহার দিলেন শাহিন
IND vs PAK 2023: এদিন সুপার ফোরের ম্যাচের ফাঁকে যদিও এক অন্য ছবি ধরা পড়ল। যা মন জয় করে নেবে সবার। শাহিন আফ্রিদি ও যশপ্রীত বুমরার একটি ভিডিও ক্লিপস ভাইরাল হয়েছে।
কলম্বো: মাঠের মধ্যে তু তু ম্যা...ম্যা..। ক্রিকেট বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী ২ দেশ। ২২ গজের লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। ভারত-পাকিস্তান লড়াই ক্রিকেট বিশ্বের যে কোনও মহারণের থেকে বেশি মাত্রা যোগ করে। এশিয়া কাপের মঞ্চে ২ দেশের লড়াইয়ে বারবার বৃষ্টি থাবা দিলেও দর্শকদের উন্মাদনা কোথাও কমেনি। এদিন সুপার ফোরের ম্যাচের ফাঁকে যদিও এক অন্য ছবি ধরা পড়ল। যা মন জয় করে নেবে সবার। শাহিন আফ্রিদি ও যশপ্রীত বুমরার একটি ভিডিও ক্লিপস ভাইরাল হয়েছে। যা ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে।
কিছুদিন আগে বাবা হয়েছেন যশপ্রীত বুমরা। তাঁর স্ত্রী সঞ্জনা গণেশান পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এদিন বৃষ্টির জন্য খেলা যখন স্থগিত ছিল, তখন ২ দেশের প্লেয়াররা একসঙ্গে আড্ডা মারছিলেন। ঠিক সেই সময়ই একবার শাহিন এসে বুমরাকে ছোট্ট উপহার দেন। শাহিন এমনও বলেন যে, ''খুব তাড়াতাড়ি আমা হয়ত নতুন বুমরা পেতে চলেছি।''
View this post on Instagram
এদিকে, এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাক ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গেল। আগামীকাল রিজার্ভ ডে-তে গড়াল ম্যাচ। গ্রুপ পর্বেও এই ২ দলের খেলা ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। এদিনও খেলা শুরু হওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের ২৪.১ ওভার পর্যন্ত খেলা চললেও এরপরই বৃষ্টি নামে মুশলধারে। এরপর বৃষ্টি কমলেও মাঠের অবস্থা এতটাই বাজে ছিল যে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। আজ যেখানে খেলা শেষ হয়েছে, আগামীকাল ঠিক সেখান থেকেই খেলা শুরু হবে।
এদিন বৃষ্টি নামার পর কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে পুরোপুরি গোটা মাঠ কভারে ঢেকে দেওয়া হয়। বেশ কিছু ক্ষণ জোরে বৃষ্টি হয়। ফলে কভারের উপরে জল জমে গিয়েছিল। বৃষ্টি থামলে সেই জল সরাতে হিমশিম খেতে হয় মাঠকর্মীদের। বৃষ্টি থামার পরে মাঠের কিছু জায়গায় খারাপ অবস্থা দেখা গিয়েছে। বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছিল। আম্পায়াররা বারবার মাঠ পরিদর্শনের পর দু দলের প্লেয়ারদের জানান যে রাত ৯টায় ম্যাচ শুরু করা গেলে ৩৪ ওভারের ম্যাচ আয়োজন করতে হবে। তবে ফের বৃষ্টি শুরু হয়। ফলে আর আম্পায়াররা রিস্ক নেননি। শেষ পর্যন্ত এদিনের মত খেলা পুরোপুরি স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেন।