Asian Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের জন্য ১.১ কোটির পুরস্কারমূল্য ঘোষণা করল তামিলনাড়ু সরকার
Indian Hockey Team: মালয়েশিয়াকে ভারতীয় দল ৪-৩ স্কোরলাইনে হারিয়ে চতুর্থ চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব জিতে নেয় ভারত।
চেন্নাই: শনিবার, ১২ অগাস্ট রাতে, মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের এক স্বপ্নের কামব্যাকের সাক্ষী হয়ে থাকল গোটা বিশ্ব। মালয়েশিয়াকে হারিয়ে ভারতীয় হকি দল (Indian Hockey Team) রেকর্ড চতুর্থবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Asian Champions Trophy) খেতাব ঘরে তোলে। এই ম্য়াচেই এক সময় দুই গোলে পিছিয়ে পড়েছিল ভারত। তবে ১১ মিনিটের ঝড়ে তিন গোল দিয়ে ম্যাচের মোড় সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেন হরমনপ্রীতরা। ৪-৩ শেষমেশ ম্যাচ জিতে খেতাব নিজেদের নামে করে ভারত।
এই গোটা টুর্নামেন্টই তামিলনাড়ুর চেন্নাইতে আয়োজিত হয়েছিল। দুরন্ত জয়ের পর স্বাভাবিকভাবেই ভারতীয় হকি দলকে শুভেচ্ছার বন্যায় ভাসাচ্ছেন সকালে। এই শুভেচ্ছাবার্তার মাঝেই বড় ঘোষণা করলেন তামিলনাড়ুর প্রধানমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin)। তিনি সোশ্যাল মিডিয়ায় দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পুরস্কারমূল্যের কথাও ঘোষণা করেন, 'দুরন্ত লড়াই করে চতুর্থ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেওয়ার জন্য ভারতীয় দলকে অনেক অনেক শুভেচ্ছা। এই জয় তাদের দক্ষতা এবং লড়াকু মানসিকতারই পরিচয় দেয়..... আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ভারতীয় দলের এই দুরন্ত জয়ের জন্য ১.১ কোটি টাকার পুরস্কারমূল্যের ঘোষণা করছি।'
Congratulations to #TeamIndia on clinching their 4th #AsianChampionsTrophy title with a fighting comeback!
— M.K.Stalin (@mkstalin) August 12, 2023
A remarkable feat that showcases their dedication and prowess.#Chennai, known for its sports-loving spirit, has been a splendid host. Grateful to Hon'ble @ianuragthakur… pic.twitter.com/fel9aqLIAt
পুরুষ হকি দলের এই দুর্দান্ত সাফল্যের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী জানান হকি দলের এই সাফল্য দেশকে গর্বিত করেছে। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, 'এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুরন্ত সাফল্যের জন্য আমাদের পুরুষ হকি দলকে অনেক অনেক শুভেচ্ছা। এই টুর্নামেন্টে এটা ভারতের চতুর্থ সাফল্য। গোটা দলের সকলের অক্লান্ত পরিশ্রম, অনুশীলনে প্রচুর খাটা খাটনি এবং নাছোড়, হার না মানা মনোভাবেরই ফলস্বরূপ এই সাফল্য পেয়েছে ভারতীয় দল। গোটা দেশ তাদের এই দুর্দান্ত সাফল্যে গর্বিত। আমাদের দলের খেলোয়াড়দের ওদের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: কাজে দিল না অনুরোধ, এশিয়ান গেমসে দীপা কর্মকারের অংশগ্রহণ করার স্বপ্ন শেষ