Asian Games 2023: এশিয়ান গেমসে প্রথম সোনা জয় ভারতের, শ্যুটিংয়ের হাত ধরে আসল সাফল্য
Asian Games: ১০ মিটার এয়ার রাইফেলে ভারতীয় পুরুষ দলের মোট স্কোর ১৮৯৩.৭।
হাংঝৌ: গতকাল ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) প্রথম দিন, শ্যুটিংয়ের দৌলতেই প্রথম পদক জিতেছিল ভারত। মেহুলি ঘোষদের দল ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জিতেছিলেন। এবার শ্যুটিংয়ের হাত ধরেই টুর্নামেন্টের প্রথম সোনাও জিতল ভারতীয় দল। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন দিব্যাংশ পানওয়ার (Divyansh Panwar), রুদ্রাংশ পাতিল (Rudrankksh Patil) ও ঐশ্বর্য প্রতাপ তোমারের (Aishwary Tomar) জুটি।
ভারতীয় জুটি যে শুধু সোনা জিতেলন তাই নয়, জিতলেন বিশ্বরেকর্ড গড়ে। ভারতীয় ত্রয়ীর মোট স্কোর ১৮৯৩.৭। চিন এ বছরেই বাকুতে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়েছিল। সেই রেকর্ডই ভেঙে দিলেন দিব্যাংশরা। কোরিয়া প্রজাতন্ত্র ১৮৯০.১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় ও ১৮৮৮.২ পয়েন্ট নিয়ে তৃতীয় হল চিন।
𝓢𝓱𝓸𝓸𝓽𝓲𝓷𝓰 𝓽𝓱𝓮𝓲𝓻 𝔀𝓪𝔂 𝓽𝓸 𝓽𝓱𝓮 𝓽𝓸𝓹! 🥇🇮🇳- 𝟏𝐬𝐭 𝐆𝐨𝐥𝐝 𝐟𝐨𝐫 𝐈𝐧𝐝𝐢𝐚⚡🤩@RudrankkshP, @DivyanshSinghP7, and Aishwary Pratap Tomar have hit the bullseye and secured the 1️⃣st Gold for India in the 10m Air Rifle Men's Team event at the #AsianGames2022.… pic.twitter.com/wQbtEYX2CQ
— SAI Media (@Media_SAI) September 25, 2023
রুদ্রাংশ কোয়ালিফায়ারে তৃতীয় স্থানে শেষ করেন। তিনি দলের হয়ে ৬৩২.৫ পয়েন্ট সংগ্রহ করেন। ঐশ্বর্য প্রতাপের সংগ্রহ ৬৩১.৬ পয়েন্ট। দিব্যাংশের ৬২৯.৬ পয়েন্ট সংগ্রহ করেন। তিন ভারতীয় শ্যুটারই টপ এইট ১০ মিটার এয়ার রাইফেলে নামার যোগ্যতা অর্জন করেছিলেন। তবে নিয়ম অনুযায়ী কোনও এক দেশ থেকে দুইজনের বেশি প্রতিযোগী এই ইভেন্টে খেলতে পারে না। সেই কারণেই দিব্যাংশকে দুর্ভাগ্যবশত ছিটকে যেতে হয়।
গতকাল টুর্নামেন্টের প্রথম দিন তিনটি রুপো এবং দু'টো ব্রোঞ্জ জিতেছিল ভারত। এবার প্রথম সোনার পদক এল ঘরে। গতকাল মেহুলি ঘোষ, আশি চৌকসি, রমিতা জিন্দালের মহিলাত্রয়ী জুটি ভারতকে সাফল্য এনে দিয়েছিলেন। সেই ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে এবার পুরুষরা দেশের মুখ উজ্জ্বল করলেন। রমিতা তো দলগত বিভাগের পাশাপাশি ব্যক্তিগত বিভাগেও পদক পান। তিনি ব্রোঞ্জ জেতেন। বঙ্গতনয়া মেহুলি অবশ্য ব্যক্তিগত বিভাগে পদক পাননি।। চতুর্থ স্থানে শেষ করেন তিনি। তবে এই এশিয়ান গেমসে ভারতীয় শ্যুটাররা যে দাপট দেখাচ্ছেন, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বিশ্বকাপে বিরাটের বদলে তিনে ব্যাট করবেন শ্রেয়স? জল্পনা প্রসঙ্গে কী বললেন তিনি?