Asian Games 2023: অ্যাথলেটিক্সে একের পর এক সাফল্য, ১৫ পদক জিতে অষ্টম দিন শেষ করল ভারত
Asian Games 2023 Update: গতকাল রোহন বোপান্না (Rohan Bopanna) ও রুতুজা ভোশলে (Rutuja Bhosale) নিজেদের মিক্সড ডাবলস ম্যাচে সোনা জেতেন। চিনের লিয়াং ও হোয়াংয়ের বিরুদ্ধে
LIVE
Background
হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2022) সপ্তম দিনটা ভারতীয় অ্যাথলিটদের জন্য় বেশ ভালই কাটল। পাঁচ পাঁচটি পদক জিতে নিল ভারত। আজ ভারত দুইটি সোনা, দুইটি রুপো ও একটি ব্রোঞ্জ পদক জেতে। এর সুবাদেই ভারত এশিয়ান গেমসের পদক তালিকায় চার নম্বরে উঠে এল। ভারত আজকের পদকগুলি মিলিয়ে এখনও পর্যন্ত ১০টি সোনা ও ১৪টি করে রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে মোট ৩৮টি পদক জিতেছে।
মহেশ মাঙ্গাওকর (Mahesh Mangaonkar), সৌরভ ঘোষাল (Saurav Ghoshal) ও অভয় সিংহের (Abhay Singh) ভারতীয় জুটি পাকিস্তানকে হারিয়ে স্কোয়াশে এশিয়া সেরা হয়। পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বেস্ট অফ থ্রি ফাইনালে ২-১ স্কোরে জয় পায় ভারত। এটাই দিনে ভারতের প্রথম পদক। দিনের দ্বিতীয় পদকও সোনারই ছিল।
রোহন বোপান্না (Rohan Bopanna) ও রুতুজা ভোশলে (Rutuja Bhosale) নিজেদের মিক্সড ডাবলস ম্যাচে সোনা জেতেন। চিনের লিয়াং ও হোয়াংয়ের বিরুদ্ধে ভারতীয় জুটি ২-৬ প্রথম সেটে পরাজিত হন বটে। তবে ৬-৩ তাঁরা পরের সেট জিতে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান। সেখানে ১০-৪ জিতে স্বর্ণপদক নিশ্চিত করেন বোপান্নারা। তবে পুরুষদের ডাবলসে স্বর্ণপদক হাতছাড়া হয় ভারতের।
এরপর ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে সরবজোৎ সিংহ এবং দিব্বাসুব্বারাজুর মিক্সড ডাবলস জুটি রুপো জেতে। চিনের থেকে মাত্র দুই কম, ১৪ পয়েন্ট পেয়ে ভারত সোনা হাতছাড়া করে। ভারতীয় অ্যাথলিটদের জন্যও আজ দিনটা বেশ ভাল ছিল। কার্তিক কুমার ও গুলভীর সিংহ পুরুষদের ১০ হাজার মিটারে যথাক্রমে রুপো এবং ব্রোঞ্জ জেতেন। কার্তিক ২৮:১৫.৩৮ সেকেন্ড ও গুলভীর ২৮:১৭.২১ সেকেন্ডে নিজেদের ইভেন্ট শেষ করেন।
Asian Games 2023 Live: ১৫ পদক জয়
এশিয়ান গেমসে দুরন্ত একদিন কাটাল ভারতীয় অ্যাথলিটদের। আজ মোট ১৫টি পদক জিতলেন ভারতীয় অ্যাথলিটরা। অষ্টম দিনে ভারতের ঝুলিতে এল তিনটি সোনা, সাতটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ।
Asian Games Live Update: ব্যাডমিন্টনে রুপো
প্রথম দুই ম্যাচ জিতেও শেষমেশ হতাশাই হাতে এল। ব্যাডমিন্টনে দলগত বিভাগে রুপো জিতল ভারত। এটাই এশিয়ান গেমসে দলগত বিভাগে ভারতীয় শাটলারদের সর্বকালের সেরা পারফরম্যান্স।
Asian Games 2023 Live: চূড়ান্ত বিতর্কের পর ঘরে এল ব্রোঞ্জ
মহিলাদের ১০০ মিটার হার্ডেলে অনেক তর্ক-বিতর্কের পর শেষমেশ ব্রোঞ্জ পদক এল ভারতের ঝুলিতে। ১২.৯১ ইভেন্ট শেষ করে জ্যোতি ইয়ারাজি ভারতকে পদক এনে দিলেন।
Asian Games Live Update: শেষ ম্যাচে নির্ধারতি হবে পদকের রং
ব্যাডমিন্টনে পুরুষদের দলগত বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই অব্যাহত। টাইয়ের প্রথম দুই ম্যাচ ভারত জিতলেও, দুরন্তভাবে ফিরে এসে ম্য়াচে সমতায় ফিরলেন চিনা শাটলাররা। মিথুন মঞ্জনাথ এবং ওয়েন হং ইয়ানের ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে স্বর্ণপদক বিজেতা।
Asian Games 2023 Live: সীমার ব্রোঞ্জ
মহিলাদের ডিসকাস থ্রোয়ে ৫৮.৬২ মিটার দূরত্ব অতিক্রম করে সীমা পুনিয়া ব্রোঞ্জ জিতলেন। এক ও দুই উভয় স্থানই গেল চিনের অ্যাথলিটদের দখলে।