Asian Games 2023: নেতৃত্বে শরথ, মণিকা, এশিয়ান গেমসের জন্য ঘোষিত হল ১০ জনের ভারতীয় টেবিল টেনিস দল
Asian Games: এশিয়ান গেমসে ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টেবিল টেনিস প্রতিযোগিতা হবে।
নয়াদিল্লি: ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চিনে ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) আয়োজন হতে চলেছে। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১০ জনের ভারতীয় টেবিল টেনিস স্কোয়াডের ঘোষণা করা হল। কমনওয়েলথ গেমসের চ্যাম্পিয়ন শরথ কমল (Sharath Kamal), এশিয়ান কাপের ব্রোঞ্জের পদকজয়ী মণিকা বাত্রা (Manika Batra) ভারতীয় পুরুষ ও মহিলা দলকে নেতৃত্ব দেবেন। টেবিল টেনিস ফেডারেশনের তরফে এক সরকারি বিবৃতির মাধ্যমে ভারতীয় দলের ঘোষণা করা হয়েছে।
এশিয়ান গেমসে ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টেবিল টেনিস প্রতিযোগিতা হবে। সেই প্রতিযোগিতায় ফের একবার ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই কোর্টে নামবেন ভারতীয় প্যাডলাররা। গত এশিয়ান গেমসে ভারতীয় প্যাডলাররা ইতিহাস গড়েছিলেন। শরথ কমলের নেতৃত্বাধীন ভারতীয় পুরুষ দল ব্রোঞ্জ পদক জিতেছিল। এরপর মণিকা বাত্রার সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলসেও ব্রোঞ্জ পদক জিতেছিলেন শরথ। তবে এবারে শরথ নয়, বরং সাথিয়ান জ্ঞাণশেকরন মণিকার সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলসে খেলতে নামবেন। শরথ কমল সিঙ্গেলসে খেলবেন এবং সাথিয়ানের সঙ্গে জুটি বেঁধে তাঁকে পুরুষদের ডাবলসেও খেলতে দেখা যাবে।
গতবারের ব্রোঞ্জজয়ী পুরুষ দলের সকলেই প্রায় এবারের দলেও রয়েছেন। বদল বলতে শুধু একটাই। অ্যান্থনি অমলররাজের বদলে মানুষ শাহ এবারের দলে সুযোগ পেয়েছেন। অপরদিকে, মণিকা বাত্রা গত বছরই এশিয়ান কাপে প্রথম ভারতীয় মহিলা হিসাবে পদক জিতে ইতিহাস গড়েছিলেন। তিনিই ভারতীয় মহিলা দলকে নেতৃত্ব দেবেন। মণিকা বাদে শ্রীজা আকুলা, সুতীর্থা মুখোপাধ্যায়, ঐহিকা মুখোপাধ্যায় ও দিয়া চিতালে রয়েছেন। সুতীর্থা ও ঐহিকা এবং দিয়া ও শ্রীজা ডাবলস খেলবেন।
প্রসঙ্গত, শুধু টেবিল টেনিস নয়, এশিয়ান গেমসের জন্য ভারতীয় সাঁতার ফেডারেশনও ৩৬ জনের ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে। ৩৬ জনের মধ্যে ২১জন সাঁতার, ১৩ জন ওয়াটার পোলো এবং তিনজন ডাইভিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ঘোষিত দলে ব্রোঞ্জ পদকজয়ী বীরধাওয়াল খাড়ের (Virdhawal Khade) নামও রয়েছে। তাঁকেও আসন্ন এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করতে দেখা যাবে। খাড়ে ২০১০ সালে গুয়াংঝুতে ৫০ মিটার বাটারফ্লাই বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন।
সাঁতারে ১২ জনের পুরুষ দলে খাড়ের পাশাপাশি দুই তারকা সাঁতারু সজন প্রকাশ ও। শ্রীহরি নটরাজও রয়েছেন। এ বছরের জাতীয় সাঁতার প্রতিযোগিতায় টিনএজার আরিয়ান নেহরা চারটি রেকর্ড গড়েছিলেন। তাঁকে সেরা সাঁতারু বাছা হয়। তিনিও এশিয়ান গেমসে সুযোগ পেয়েছেন। দলে রয়েছেন আরেক তরুণ সাঁতারু অনীশ গৌড়াও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: মানি প্ল্যান্ট থাকলেও আর্থিক সমৃদ্ধি আসবে না বাড়িতে, যদি করেন এই ভুলগুলি !