Asian Games 2023: এশিয়ান গেমসে ভারতীয় টেনিস তারকাদের দাপট, পদক নিশ্চিত বোপান্না, রামানাথনদের
Asian Games: রোহন বোপান্নারা স্ট্রেট সেটে ম্যাচ জিতলেও, রামনাথনদের টাই ব্রেকারেই ম্যাচ জিততে হয়।
হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2023) পুরুষদের ডাবলসে পদক জয়ের অন্যতম ফেভারিট মনে করা হচ্ছিল রোহন বোপান্নাকে (Rohan Bopanna)। তবে একেবারেই অপ্রত্যাশিতভাবে বোপান্না-য়ুকি ভামব্রি জুটি শুরুর দিকেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিলেন। সেই হতাশা দূরে সরিয়ে মিক্সড ডাবলসে পদক নিশ্চিত করে ফেললেন বর্ষীয়াণ ভারতীয় টেনিস তারকা। রুতুজা ভোশালেকে (Rutuja Bhosale) সঙ্গে নিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেলেন বোপান্না।
কাজাখস্তানের জ়িবেক কুলামবায়েভা ও গ্রিগরি লোমাকিন জুটিকে স্ট্রেট গেমে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছন বোপান্নারা। প্রতিযোগিতার শেষ চারে পৌঁছে ভারতের জন্য অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেললেন বোপান্নারা। তাঁদের কাজাখ প্রতিপক্ষকে ৭-৫, ৬-৩ স্কোরলাইনে হারায় ভারতীয় জুটি। প্রথম সেটে জ়িবেকরা তাঁদের ভারতীয় প্রতিপক্ষদের কড়া টক্কর দেন। একসময় প্রথম সেটের স্কোর ছিল ৫-৫। কিন্তু সেই অবস্থাতেই রুতুজা ও রোহন নিজেদের খেলার মান বাড়িয়ে পরপর দুই পয়েন্ট জিতে সেট নিজেদের নামে করে ফেলে।
দ্বিতীয় সেটে কাজাখস্তানের প্রতিপক্ষরা বিরাট চাপে পড়ে যায়। সেই সুযোগেই ভারতীয় তারকারা তুলনামূলক সহজেই দ্বিতীয় সেট জিতে ম্যাচ নিজেদের নামে করে ফেলে।
অপরদিকে, পুরুষদের ডাবলসে রামকুমার রামানাথন (Ramkumar Ramanathan) ও সাকেত মায়নেনির (Saketh Myneni) ভারতীয় জুটিও পদক নিশ্চিত করে ফেলল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাই ব্রেকারে অনবদ্য পারফর্ম করে ডাবলসের ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় টেনিস জুটি। দক্ষিণ কোরিয়ার হং ও কোয়ানের জুটিকে ৬-১, ৬-৭ ও ১০-০ স্কোরে হারালেন রামানাথনারা। ফাইনালে পৌঁছনোয় ভারতীয় জুটির রুপোর পদক নিশ্চিত। ফাইনালে ইসারো প্রুছায়া ও জোনাস ম্যাক্সিমাস পারাপুলের মুখোমুখি হবেন রামানাথনরা।
শ্যুটিংয়ে ফের সোনা ভারতের
শুটিংয়ে ফের সোনা ভারতের (Gold Medal)। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে দেশকে সোনা এনে দিলেন সরবজোৎ সিংহ, অর্জুন সিংহ চেমা ও শিব নারওয়াল। এশিয়ান গেমসের মঞ্চে এটি ভারতের ষষ্ঠ সোনা। পাশাপাশি শুটিংয়ে ভারতের চতুর্থ সোনা। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে ১৭৩৪ পয়েন্ট স্কোর করে ঐতিহাসিক সোনা জেতে ভারতীয় দল। ফাইনালের মঞ্চে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে চিনকে মাত্র ১ পয়েন্টে টেক্কা দিয়ে যে বিভাগে এশিয়া সেরা হয় ভারতের ছেলেরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয়ে আয়ুষ্মান! কী বললেন মহারাজ?