Asian Games: জ্যোতির পর ওজাস, তিরন্দাজিতে দিনের দ্বিতীয় সোনা জিতল ভারত
Archery: ওজাসের সোনা মিলিয়ে ইতিমধ্যেই এশিয়ান গেমসের ১৪তম দিনে চারটি পদক জিতে নিল ভারত। চারটি পদকই এসেছে তিরন্দাজিতে।

হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2022) ১৪তম দিনের শুরুতেই কমপাউন্ড তিরন্দাজির মহিলাদের সিঙ্গেলসে জ্যোতি সুরেখা সোনা এবং অদিতি স্বামী ব্রোঞ্জ পদক জিতে ভারতকে সাফল্যে এনে দিয়েছিলেন। সেই সাফল্যের ধারা অব্যাহত। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ফের একবার তিরন্দাজিতে আরেকটি সোনা এল ঘরে। কমপাউন্ড তিরন্দাজিতে পুরুষদের সিঙ্গেলসে সোনা জিতলেন ওজাস দেওতালে (Ojas Deotale)। স্বদেশীয় অভিষেক ভার্মাকেই (Abhishek Verma) ১৪৯-১৪৭ স্কোরলাইনে হারালেন তিনি। ফলে সোনার পাশাপাশি রুপোও এল ভারতের ঘরে।
এই দুই পদক মিলিয়ে চলতি এশিয়ান গেমসের কমপাউন্ড তিরন্দাজিতে মোট নয়টি পদক এল ভারতের ঝুলিতে, যার মধ্যে রয়েছে ছয়টি সোনা। কমপাউন্ড তিরন্দাজিতে এটি এশিয়ান গেমসে ভারতের সর্বকালের সেরা পারফরম্যান্স।
🇮🇳 𝐃𝐎𝐔𝐁𝐋𝐄 𝐕𝐈𝐂𝐓𝐎𝐑𝐘🥇🥈
— SAI Media (@Media_SAI) October 7, 2023
🏹Compound Archers Pravin Ojas Deotale (#KheloIndiaAthlete) and @archer_abhishek win the GOLD🥇 and SILVER 🥈respectively at the #AsianGames2022. 🤩🥳
This is the 8th and 9th medal for India and the 6th Gold medal in Compound Archery 🤩
🇮🇳… pic.twitter.com/BYFcQmSl5k
পুরুষদের সিঙ্গেলস বিভাগে জোড়া পদক জয়ের পাশাপাশি মহিলাদের সিঙ্গেলস বিভাগেও এসেছে জোড়া পদক। জ্যোতি সুরেখা ভেন্নাম ও অদিতি স্বামী গোপীচাঁদ যথাক্রমে মহিলাদের ব্যক্তিগত বিভাগে সোনা এবং ব্রোঞ্জ জিতেছেন। জ্যোতি সুরেখা ভেন্নাম (Jyothi Surekha Vennam)। দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষকে ১৪৯-১৮৫ স্কোরলাইনে হারালেন জ্যোতি। চলতি এশিয়ান গেমসে কমপাউন্ড তিরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগ ও মিক্সড কমপাউন্ডে আগেই সোনা জিতেছিলেন জ্যোতি। এবার ব্যক্তিগত বিভাগেও সোনা জিতে নিলেন তিনি। চাওয়ান সোর বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সোনা এল তাঁর ঝুলিতে।
অবশ্য এটি ভারতের জন্য দিনের প্রথম পদক নয়। এর আগে তিরন্দাজিতেই ভারতকে দিনের প্রথম পদক এনে দেন অদিতি স্বামী গোপীচাঁদ (Aditi Swami Gopichand)। তিনি মহিলাদের কমপাউন্ড তিরন্দাজির ব্রোঞ্জ পদকের ম্যাচে ইন্দোনেশিয়ার রাঠি জিলিজাতিকে ১৪৬-১৪০ স্কোরলাইনে পরাজিত করেন। এই দুই তারকাই ভারতীয় মহিলা দলের সদস্য হিসাবে ইতিমধ্যেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে সোনা জিতেছিলেন। এবার ব্যক্তিগত বিভাগেও পদক জিতে নিজেদের সাফল্যের ধারা অব্যাহত রাখলেন তাঁরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ব্যাডমিন্টনের পুরুষদের ডাবলসে রুপো নিশ্চিত, সোনার লড়াইয়ে সামনে কোরিয়া
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
