Asian Kabaddi Championship: এশীয় কবাডিতে টানা তিন ম্যাচে জয় ভারতের, জাপানকে উড়িয়ে দিল ৬২-১৭ ব্যবধানে
Kabaddi News: প্রথমার্ধে বলার মতো কিছুই করেনি জাপান। একমাত্র কম্বিনেশন ট্যাকলে ভারতের অধিনায়ক পবনকে বাইরে বার করে দেওয়া ছাড়া।
নয়াদিল্লি: এশীয় কবাডি চ্যাম্পিয়নশিপে (Asian Kabaddi Championship) ভারতীয় দলের দাপট অব্যাহত। বুধবার দাপটের সঙ্গে খেলে ভারত হারিয়ে দিল জাপানকে। টুর্নামেন্টে এটা ভারতের টানা তৃতীয় জয়। ভারতের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি জাপান। ভারত জেতে ৬২-১৭ পয়েন্টে। আগের দিনই দক্ষিণ কোরিয়াকে ৭৬-১৩ ব্যবধানে হারিয়েছিল ভারত। চিনা তাইপেকে ৫৩-১৯ ব্যবধানে হারায় ভারত।
বুধবার জাপানের বিরুদ্ধে শুরু থেকেই ছিল ভারতের দাপট। পবন কুমার শেরাওয়াতের নেতৃত্বে শুরুর চার মিনিটের মধ্যে ৯-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। তার চার মিনিট পরে ব্যবধান আরও বাড়ায় ভারত। ১৮-০ এগিয়ে যান পবন কুমাররা।
পবন, আসলাম ও অর্জুন প্রথমার্ধে ভারতের আক্রমণকে নেতৃত্ব দেন। চিনা তাইপের বিরুদ্ধে ম্যাচে নবীন কুমার (Naveen Kumar) গোড়ালিতে চোট পান। তিনি জাপানের বিরুদ্ধে খেলতে পারেননি। বেঞ্চেই ছিলেন।
প্রথমার্ধে বলার মতো কিছুই করেনি জাপান। একমাত্র কম্বিনেশন ট্যাকলে ভারতের অধিনায়ক পবনকে বাইরে বার করে দেওয়া ছাড়া। শরীর শূন্যে ভাসিয়ে পয়েন্ট ছিনিয়ে আনার মুন্সিয়ানার জন্য যাঁকে সতীর্থরা ডাকেন হাই ফ্লাইয়ার নামে। বিপক্ষের ডিফেন্ডারের ওপর দিয়ে লাফ মেরে পয়েন্ট অর্জন করতে চেয়েছিলেন পবন। কিন্তু তাঁকে ঊরু ধরে আটকে দেওয়া হয়। জাপানের খেলোয়াড়েরা উৎসবে মেতে ওঠেন। ম্যাচে সেটাই ছিল জাপানের সেরা মুহূর্ত। যদিও স্কোরলাইন ছিল ভারতের দিকে। ৩১-৬ পয়েন্টে এগিয়ে গিয়েছিল ভারত।
দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত রাখে ভারত। নীতিন রাওয়াল ও পরবেশ ভঁইসওয়াল ৪টি করে ট্যাকল পয়েন্ট অর্জন করেন। পরিবর্ত হিসাবে নেমে সচিন তাওয়ার ও আসলাম সুপার টেন ছিনিয়ে নেন।
তবে বৃহস্পতিবার ভারতের সামনে কঠিন লড়াই। কারণ, সেদিন এশীয় কবাডি চ্যাম্পিয়নশিপে ইরানের বিরুদ্ধে নামছে ভারত। ইরানও টানা তিন ম্যাচে অপরাজিত। সম্প্রতি ৭২-১৭ ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দেয় ইরান। শক্তিশালী ইরান ম্যাচের পর গ্রুপ পর্বে শেষ ম্যাচে ৩০ জুন হং কংয়ের মুখোমুখি হবে ভারত।
That was SOME moment!
— Shyam Vasudevan (@JesuisShyam) June 28, 2023
Pawan attempts his trademark "leap over a defender" but gets taken down by a fine thigh hold.
The 🇯🇵 players are ecstatic - it's their biggest point of #AKC2023 - & ring in the celebrations. Pawan walks off w a 🙂#Kabaddi | #AsianKabaddiChampionship2023 pic.twitter.com/FJ5ndpYWSa
এশীয় কবাডি চ্যাম্পিয়নশিপে সবচেয়ে সফল দল ভারতই। টুর্নামেন্টের আট বছরের ইতিহাসে আটবারের মধ্যে সাতবারই চ্যাম্পিয়ন ভারত।
আরও পড়ুন: ABP Exclusive: উদ্যোগী দাদা স্নেহাশিস, বিশ্বকাপে বড় দায়িত্ব পেতে পারেন সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial