Hima Das: অসম রাইফেলসের তরফে বিশেষ সম্মান জানানো হল হিমা দাসকে
Hima Das Records: হিমা দাস ২০১৮ সালের এশিয়ান গেমসে দুইটি সোনা জয়ের পাশাপাশি একটি রুপোও জিতেছিলেন। ৪০০ মিটারের দৌড়ে জাতীয় রেকর্ডও তাঁরই দখলে।
দিসপুর: অসম রাইফেলসের (Assam Rifles) হাফলঙ ব্যাটেলিয়ানের তরফে রবিবার (৯ অক্টোবর) হিমা দাসকে (Hima Das) বিশেষ সংবর্ধনা দেওয়া হল। হাফলঙের দাউলাগুফু স্টেডিয়ামেই ভারতের তারকা অ্যাথলিটকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। জাতীয় রেকর্ডধারী স্প্রিন্টার এদিন খেলাধুলোর ওপর আরও বাড়তি গুরুত্ব যাতে দেওয়া হয়, সেই প্রচারেই দিমা হাসাওতে গিয়েছিলেন। সেই সুযোগেই তাঁকে সংবর্ধনা দিল অসম রাইফেলস।
অসম রাইফেলসের বিবৃতি
হিমা দাস অসম পুলিশের ডিএসপে পদেও নিযুক্ত রয়েছেন। তাঁর এই প্রচার অনুষ্ঠানে দিমা হাসাওয়ের ২৮টি স্কুলের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন। স্কুল পড়ুয়ারা তো ছিলেনই, তাঁর পাশাপাশি এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন অসমের ক্যাবিনেট মন্ত্রী নন্দিতা গারলোসা, ডিসি এবং জেলার অন্যান্য আধিকারিকরা। অসম রাইফেলসের তরফে হিমা দাসকে এই বিশেষ সম্মান দেওয়ার বিষয়ে এক বিবৃতি জানানো হয়, 'এটা অসম রাইফেলসের কাছে একটা বড় সুযোগ ছিল, যার মাধ্যমে আমরা ছোটদের খেলাধুলোর প্রতি আরও উৎসাহী করে তুলতে পারি। খেলাধুলোর দিকে ছোটরা মন দিলে সমাজের উন্নতি হবে, তরুণরাও সঠিক পথে পরিচালিত হবে এবং তার সুবাদে দেশেরই উন্নতি হবে।'
অসম রাইফেলসের তরফে জানানো হয় হিমা দাসের কৃতিত্ব আগামী প্রজন্মকে খেলাধুলোয় আর বেশি করে অনুপ্রাণিত করতে সাহায্য করবে। সেই জন্যই তারকা স্প্রিন্টারকে তারা সম্মান জানাতে আগ্রহী। 'হিমা দাস ওঁর আগের প্রজন্মের উত্তর-পূর্ব তারকাদের সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিয়ে গিয়েছেন। ওঁর কৃতিত্ব দেখে পরবর্তী সকল প্রজন্মই ওঁর মতো হতে অনুপ্রাণিতও হবে।'
Thank you
— Hima (mon jai) (@HimaDas8) October 9, 2022
Shri Debolal Gorlosa, CEM, NCHAC, Dima Hasao, Smt. Nandita Gorlosa, Assam Cabinet Minister for Power, Mines and Minerals, Smt. Ranu Langthasa, Chairperson, NCHAC, Dima Hasao and all of Dima Hasao's other organisations, clubs and alliances. Do Visit beautiful Dima Hasao. pic.twitter.com/ccyfDe19EQ
হিমার দাসের রেকর্ড
ভারতের তারকা অ্যাথলিট হিমা দাসকে অর্জুন পুরস্কারে আগেই সম্মানিত করা হয়েছে। এশিয়ান গেমসে তাঁর পারফরম্যান্স বেশ চমকপ্রদ। হিমা দাস ২০১৮ সালের এশিয়ান গেমসে দুইটি সোনা জয়ের পাশাপাশি একটি রুপোও জিতেছিলেন। ৪০০ মিটারের দৌড়ে জাতীয় রেকর্ডও তাঁরই দখলে। হিমা ২০১৮ সালের এশিয়ান গেমসেই ৫০.৭৯ সেকেন্ডে ৪০০ মিটারের দৌড় সফলভাবে পূর্ণ করে জাতীয় রেকর্ড গড়েছিলেন।
আরও পড়ুন: ম্যাচ জিতে হঠাৎ দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে কেন ধন্যবাদ জানালেন ধবন?