IND vs SA 2nd ODI: ম্যাচ জিতে হঠাৎ দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে কেন ধন্যবাদ জানালেন ধবন?
Shikhar Dhawan: ম্যাচে ভারতের হয়ে মহম্মদ সিরাজ তিন উইকেট নিয়ে সফলতম বোলার হলেও, অধিনায়ক ধবনকে প্রভাবিত করেন বাংলার শাহবাজ আহমেদ।
রাঁচি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত ভঙ্গিমায় দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ (IND vs SA 2nd ODI) জিতে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরল ভারতীয় দল। ২৭৯ রান তাড়া করতে নেমে, ২৫ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নিল ভারতীয় দল। ম্যাচ শেষে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মহারাজকেই (Keshav Maharaj) ধন্যবাদ জানালেন জানালেন ভারতীয় অধিনায়ক শিখর ধবন (Shikhar Dhawan)। কিন্তু কেন?
প্রোটিয়া অধিনায়ককে ধন্যবাদ
এদিন ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কেশব। রাঁচির শিশিরে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের ব্যাটিং করতে সুবিধাই হয়। দক্ষিণ আফ্রিকান বোলার, বিশেষত স্পিনাররা শিশিরের জেরে ঠিক করে বল ধরতেই পাচ্ছিলেন না। এই কারণেই মূলত কেশবকে ধন্যবাদ জানিয়ে ধবন বলেন, 'টসের বিষয়টা দারুণভাবে কাজে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় কেশবকে ধন্যবাদ।' এরপরেই ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারকেও প্রশংসায় ভরান ধবন। শ্রেয়স ও ঈশান মিলে তৃতীয় উইকেটে মোট ১৬১ রান যোগ করে ভারতের জয় সুনিশ্চিত করেন।
ঈশান ৯৩ রান কর আউট হলেও, শ্রেয়স ১১৩ রানে অপরাজিত থাকেন। শ্রেয়সদের বাহবা দিয়ে শিখর বলেন, 'আমি বলতে বাধ্য হচ্ছি, শ্রেয়স এবং ঈশান যেভাবে ওদের পার্টনারশিপটা গড়ে তুলেছিল, তা প্রশংসনীয়। বল ব্যাটে ভালভাবে আসলেও, নীচু থাকছিল। তাই আমরা পরিকল্পনা করেছিলাম প্রথম ১০ ওভারেই আক্রমণ হানব। তবে শিশির পড়া শুরু হওয়ায় সবটাই সহজ হয়ে যায়। ব্যাকফুটেও ব্যাটাররা সহজেই শট মারতে পারছিল।'
শাহবাজের প্রশংসা
বোলারদেরও প্রশংসা করতে ভোলেননি ধবন। ভারতীয় বোলাররা শেষ ১০ ওভারে মাত্র ৫৭ রান খরচ করে প্রোটিয়াদের ৩০০ রানের গণ্ডি পার করতে দেয়নি। মহম্মদ সিরাজ ভারতের হয়ে এই ম্য়াচে সফলতম বোলার। তিনি তিনটি উইকেট নেন। এই ম্যাচেই আবার বাংলার শাহবাজ জাতীয় দলের হয়ে নিজের অভিষেক ঘটান। তিনি নিজের নির্ধারিত ১০ ওভারে ৫৪ রান খরচ করে সেট জানেমন মালানের উইকেটটি নেন। বাংলার অলরাউন্ডারকে প্রশংসায় ভরিয়ে দিলেন ধবন। 'আমি বোলারদের পারফরম্যান্সে খুবই খুশি, বিশেষত শাহবাজের বোলিং আমায় প্রভাবিত করেছে। ও যেভাবে প্রথম ১০ ওভারে বল করে আমাদের উইকেট এনে দেয়, তা প্রশংসনীয়।' মত ধবনের।
আরও পড়ুন: