এক্সপ্লোর

AFC Cup Inter-Zonal playoff: ডুরান্ডের পর এএফসি কাপেও স্বপ্নভঙ্গ, ২ মিনিটে জোড়া গোল খেয়ে বিদায় মোহনবাগানের

ATK MB: ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে খেলেও এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালের গণ্ডি পেরতে পারল না এটিকে মোহনবাগান।

কলকাতা: ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে খেলেও এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালের গণ্ডি পেরতে পারল না এটিকে মোহনবাগান (ATK MB)। বুধবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়ালা লামপুর সিটি (KLC) এফসি তাদের ৩-১-এ হারিয়ে উঠে পড়ল ফাইনালে। ম্যাচের শেষ তিনটি গোল হয় মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে। একটি গোল শোধ করেও শেষ রক্ষা করতে পারল না কলকাতার দল। পরপর দু’মিনিটে জোড়া গোল খাওয়ায় স্বপ্নভঙ্গ হয় তাদের।

সারা ম্যাচে কার্যত নিষ্প্রভ থাকা কেএলসি-র ব্রাজিলীয় অধিনায়ক পাওলো জোসু ৬০ মিনিটের মাথায় দূরপাল্লার শটে আকস্মিক গোল করে দলকে এগিয়ে দেওয়ার পরে যখন ওই এক গোলে জেতার স্বপ্ন দেখছে, তখনই এটিকে মোহনবাগানের তরুণ স্ট্রাইকার ফারদিন আলি মোল্লার দুরন্ত গোল সবুজ-মেরুন বাহিনিকে লড়াইয়ে ফিরিয়ে আনে। কিন্তু তার পরের তিন মিনিটের মধ্যেই ফকরুল আইমান ও রোমেল মোরেলসের গোলে সেই লড়াই শেষ হয়ে যায়।

এ দিন ম্যাচের শুরু থেকে এটিকে মোহনবাগানের খেলায় শুরুতে গোল তুলে নেওয়ার যে সামান্য তাড়া দেখা যায়, কুয়ালা লামপুরের খেলায় তাও ছিল না। তাই এটিকে মোহনবাগান প্রতিপক্ষকে শুরু থেকেই চাপে রাখার চেষ্টা করে। সারা ম্যাচে তাদের বল পজেশন ৭৮ শতাংশ থাকলেও ৯০ মিনিট পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি তারা। সব মিলিয়ে কলকাতার দলের ছ’টি শট লক্ষ্যে থাকলেও তার মধ্যে মাত্র একটি জালে জড়ায়। অপরদিকে, কেএলএসি-র তিনটি গোলমুখী শটই সবুজ-মেরুন গোলকিপার বিশাল কায়েথকে পরাস্ত করে।

কুয়ালা লামপুরের খেলায় শুরুর দিকে বিপক্ষকে পরখ করে নেওয়ার প্রবণতাই বেশি লক্ষ্য করা যায়। বেশির ভাগ সময়েই নিজেদের রক্ষণে নেমে আসে পুরো দলটা। ঘন ঘন আক্রমণে ওঠার পক্ষপাতীও ছিলেন না তাদের ক্রোয়েশিয়ান কোচ বোজান হোডাক। অথচ তারাই তিন-তিনটি গোল করে ম্যাচ জিতে নিল। দলের সর্বোচ্চ গোলদাতা রোমেল মোরেলসকেও মাঠের বাইরে রেখেই প্রথম এগারো নামায় কেএলসি। তেমন ছন্দে ছিলেন না ব্রাজিলীয় অধিনায়ক পাওলো জোসু-ও।  

প্রথমার্ধে ৮১ শতাংশ পজেশন থাকলেও যে পরিচিত গতিতে শুরু করে ফেরান্দোর দল, সেই গতি এ দিন প্রায় ছিল না বললেই চলে। হয়তো ম্যাচটা অতিরিক্ত সময়ে যেতে পারে, এই কথা মাথায় রেখে অযথা শক্তি ব্যয় করতে চাইছিল না কোনও পক্ষই। কিন্তু তাতে ম্যাচটা ম্যাড়মেড়ে হয়ে যায়।

তবু বাঁ দিক থেকে লিস্টন কোলাসো ও ডান দিক থেকে আশিক কুরুনিয়ান আক্রমণ তৈরির চেষ্টা করেন। মাঝখান দিয়ে উঠছিলেন জনি কাউকো ও মনবীর সিং। কিন্তু কেএলসি-র দুর্ভেদ্য ডিফেন্সে বারবার আটক হয়ে যাচ্ছিলেন তাঁরা।

দ্বিতীয়ার্ধের শুরুটাও প্রথমার্ধের মতোই হয়। এটিকে মোহনবাগান সমানে বিপক্ষকে চাপে রেখে গেলেও তার তীব্রতা কম ছিল। গতিময় আক্রমণ এই অর্ধেও দেখা যায়নি। কিন্তু ৬০ মিনিটের মাথায় হঠাৎ যে গোলটি করে ফেলেন কেএলসি-র অধিনায়ক জোসু, তার পরেই ম্যাচের চেহারা পাল্টে যায়।

অদ্ভূত ভাবে গোল খায় এটিকে মোহনবাগান। তাদের বক্সের সামনে আক্রম মাহিনানের ছোট পাস থেকে বাঁ পায়ে দূরপাল্লার গোলমুখী শট নেন জোসু, যা বিশাল কায়েথের ডানদিকে ওপর দিয়ে সোজা জালে জড়িয়ে যায় (১-০)।

এই গোলের পরেই রোমেল মোরেলসকে নামান কোচ হোডাক। তাঁর সঙ্গেই আরও দুই খেলোয়াড়কে বেঞ্চ থেকে নামান তিনি। এক গোলে এগিয়ে যাওয়ায় এবং রোমেল মোরেলস নামার পরেই কেএলসি-র আক্রমণে স্বাভাবিক ভাবেই গতি আসে।

ম্যাচের শেষ দশ মিনিটে আক্রমণের তীব্রতা বাড়াতে শুরু করে এটিকে মোহনবাগানও। তাদের আটকাতে গিয়ে মাথায় চোট পেয়ে বেরিয়ে যান মোরেলস। কিছুক্ষণ পরে ফিরেও আসেন। ৮৪ মিনিটের মাথায় দীপক টাঙরির জায়গায় নামানো হয় কিয়ান নাসিরিকে। তখন থেকেই কেএলসি-র খেলোয়াড়রা সবাই চলে আসেন নিজেদের গোল এরিয়ায়।

নির্ধারিত সময় শেষ হওয়ার দু’মিনিট আগে বক্সের মাথা থেকে কার্ল ম্যাকহিউ সোজা গোলে শট নিলেও তা এক ডিফেন্ডারের গায়ে লেগে বারের ওপর দিয়ে উড়ে যায়। কর্নার পেয়েও তা কাজে লাগাতে পারেনি এটিকে মোহনবাগান। কিন্তু তার পরে মিনিটেই ডুবন্ত পাল তোলা নৌকাকে ভাসিয়ে তোলেন তরুণ স্ট্রাইকার ফারদিন মোল্লা।

৯০ মিনিটের মাথায় বক্সের মধ্যে জটলা থেকে পাওয়া বলে প্রথমে গোলে শট নেন কোলাসো। তাঁর শট গোলকিপারের হাত থেকে ছিটকে বেরিয়ে আসার পরে সেই বলে গোলে শট নেন ডানদিকে থাকা ফারদিন ও জালে জড়িয়ে দেন তিনি (১-১)।

অসাধারণ এই গোলের আনন্দে যুবভারতীর গ্যালারিতে যে উৎসব শুরু হয়, তা দু’মিনিটের বেশি স্থায়ী হয়নি। পরিবর্ত খেলোয়াড় ফকরুল আইমানের হেডে করা গোলে ফের এগিয়ে যায় কেএলসি। ডান দিকের উইং থেকে নেওয়া জোসুর ফ্রিকিক থেকে হেড করেন ফকরুল (২-১)। ৬ মিনিটের বাড়তি সময়ে ফের গোল পায় কুয়ালা লামপুর সিটি। এ বার কর্নার থেকে গোল পান রোমেল মোরেলস। তাঁর ডান পায়ে নেওয়া অসাধারণ শট গোলের বাঁ দিকের নীচের অংশ দিয়ে সোজা গোলে ঢুকে পড়ে (৩-১) এবং সবুজ-মেরুন বাহিনীর স্বপ্ন তখনই ভেঙে চুরমার হয়ে যায়।       

এটিকে মোহনবাগান দলবিশাল কায়েথ (গোল), প্রীতম কোটাল (আশিস রাই), ফ্লোরেন্তিন পোগবা (অধি), ব্রেন্ডান হ্যামিল (ফারদিন আলি মোল্লা), শুভাশিস বোস, দীপক টাঙরি (কিয়ান নাসিরি), কার্ল ম্যাকহিউ, জনি কাউকো, আশিক কুরুনিয়ান, মনবীর সিং, লিস্টন কোলাসো।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

South 24 Parganas News: '১২দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী.. ', RG কর মামলার রায়ের দিনে বাসন্তীতে 'ধর্ষণ করে খুন' !
'১২দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী.. ', RG কর মামলার রায়ের দিনে বাসন্তীতে 'ধর্ষণ করে খুন' !
RG Kar Verdict: সঞ্জয়ের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে যাচ্ছে রাজ্য, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
সঞ্জয়ের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে যাচ্ছে রাজ্য, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee: 'এই নরপিশাচদের ফাঁসির সাজা হলে শান্তি পেতাম', RG Kar মামলার রায়ে প্রতিক্রিয়া মমতার
'এই নরপিশাচদের ফাঁসির সাজা হলে শান্তি পেতাম', RG Kar মামলার রায়ে প্রতিক্রিয়া মমতার
Suvendu Adhikari: 'আমি এই রায়ে খুশি নই,...উচ্চ আদালতে পরিবার যাবে, সাথে আছি', মন্তব্য শুভেন্দুর | ABP Ananda LIVE
'আমি এই রায়ে খুশি নই,...উচ্চ আদালতে পরিবার যাবে, সাথে আছি', মন্তব্য শুভেন্দুর
Advertisement
ABP Premium

ভিডিও

RG Kar News: 'আর কত অভয়া হলে বিচার পাব?' প্রশ্ন আসফাকুল্লা নাইয়ারRG Kar News: সঞ্জয়ের আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা, শিয়ালদা আদালতের বাইরে তুমুল বিক্ষোভRG Kar News: 'সন্তানের মেধা থাকলে হয় না, বাবা-মাকে প্রভাবশালী হতে হয়', মন্তব্য নির্যাতিতার বাবা-মারJyotipriyo Mallik: রেশন দুর্নীতিতে জেলমুক্তির পরে বিধানসভায় গেলেন জ্যোতিপ্রিয় | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
South 24 Parganas News: '১২দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী.. ', RG কর মামলার রায়ের দিনে বাসন্তীতে 'ধর্ষণ করে খুন' !
'১২দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী.. ', RG কর মামলার রায়ের দিনে বাসন্তীতে 'ধর্ষণ করে খুন' !
RG Kar Verdict: সঞ্জয়ের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে যাচ্ছে রাজ্য, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
সঞ্জয়ের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে যাচ্ছে রাজ্য, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee: 'এই নরপিশাচদের ফাঁসির সাজা হলে শান্তি পেতাম', RG Kar মামলার রায়ে প্রতিক্রিয়া মমতার
'এই নরপিশাচদের ফাঁসির সাজা হলে শান্তি পেতাম', RG Kar মামলার রায়ে প্রতিক্রিয়া মমতার
Suvendu Adhikari: 'আমি এই রায়ে খুশি নই,...উচ্চ আদালতে পরিবার যাবে, সাথে আছি', মন্তব্য শুভেন্দুর | ABP Ananda LIVE
'আমি এই রায়ে খুশি নই,...উচ্চ আদালতে পরিবার যাবে, সাথে আছি', মন্তব্য শুভেন্দুর
RG Kar Verdict:'অতৃপ্তি কাজ করছে..' ! RG কর মামলার রায়ে প্রতিক্রিয়া অধীরের, নিশানা মুখ্যমন্ত্রীকেও
'অতৃপ্তি কাজ করছে..' ! RG কর মামলার রায়ে প্রতিক্রিয়া অধীরের, নিশানা মুখ্যমন্ত্রীকেও
RG Kar News: সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড, আদালতের রায়ে ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা
সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড, আদালতের রায়ে ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা
Viral Monalisa :  সিনেমায় নামছেন মহাকুম্ভের ভাইরাল মোনালিসা ? আসছে অপহরণের হুমকি ! 
 সিনেমায় নামছেন মহাকুম্ভের ভাইরাল মোনালিসা ? আসছে অপহরণের হুমকি ! 
Donald Trump Oath :  কিছুক্ষণেই প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প, ভারতীয় সময় কখন দেখতে পাবেন অনুষ্ঠান, চাঁদের হাটে কারা ? 
কিছুক্ষণেই প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প, ভারতীয় সময় কখন দেখতে পাবেন অনুষ্ঠান, চাঁদের হাটে কারা ? 
Embed widget