এক্সপ্লোর
Rohit Sharma: হিটম্যান যখন ক্যাপ্টেন হট! কেন বারবার মেজাজ হারালেন রোহিত?
Ajit Agarkar: অজিত আগরকরও জানিয়ে দেন, এটা কোনও স্কুল নয়। এখানে কাউকে শাস্তি দেওয়া হচ্ছে না। শুধু শৃঙ্খলা বাড়ানোর চেষ্টা চলছে।

রোহিত কো গুসসা কিউ আতা হ্যায়? - পিটিআই
1/10

শনিবারের অপেক্ষায় ছিলেন ভারতের সমস্ত ক্রিকেটপ্রেমীরা। কারণ, এদিনই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল নির্বাচন ছিল।
2/10

বৈঠক শেষ হওয়ার পর মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকরও।
3/10

সেই বৈঠকেই সাংবাদিকদের প্রশ্নে বারবার মেজাজ হারাতে দেখা যায় রোহিতকে। সেটা কি তিনি ছন্দ হারিয়েছেন বলেই? প্রশ্ন থেকে গেল।
4/10

এক সাংবাদিক রোহিতকে প্রশ্ন করেছিলেন, ৬ মাস ধরে সেভাবে রান পাচ্ছেন না। প্রশ্নকর্তাকে থামিয়ে দেন বিরক্ত রোহিত।
5/10

রোহিত বলে ওঠেন, '৬ মাস নয়, ওটা তিন মাস।'
6/10

পরে আরও একবার মেজাজ হারান রোহিত। ভারতীয় ক্রিকেটারদের আরও শৃঙ্খলাপরায়ণ করে তুলতে তাঁদের ওপর দশ দফা ফতোয়া জারি করছে বোর্ড, জোর জল্পনা ভারতীয় ক্রিকেট মহলে।
7/10

এ নিয়ে রোহিতের মতামত জানতে চাওয়া হয়। তবে রোহিত গোটা বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন।
8/10

ভীষণ বিরক্ত হয়েই রোহিত পাল্টা প্রশ্ন করেন, 'আপনাকে এটা কে বলল? ভারতীয় ক্রিকেট বোর্ড কি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে? সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছে?'
9/10

জানা গেল, এদিনই সফরে স্ত্রী ও পরিবারকে নিয়ে যাওয়া নিয়ে জটিলটা কাটাতে বোর্জ কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন রোহিত।
10/10

অজিত আগরকরও জানিয়ে দেন, এটা কোনও স্কুল নয়। এখানে কাউকে শাস্তি দেওয়া হচ্ছে না। শুধু শৃঙ্খলা বাড়ানোর চেষ্টা চলছে। ছবি - পিটিআই
Published at : 19 Jan 2025 08:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
লাইফস্টাইল-এর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
