![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Women wrestlers to SC: সাক্ষীদের পাশে সুপ্রিম কোর্ট, জবাব তলব দিল্লি পুলিশকে
Indian Womens Wrestling: সেখানে উপস্থিত ছিলেন অলিম্পিক্সে পদকজয়ী সাক্ষী মালিকও। ছিলেন ভিনেশ ফোগাত থেকে বজরং পুনিয়ার মতো তারকা কুস্তিগীরও।
![Women wrestlers to SC: সাক্ষীদের পাশে সুপ্রিম কোর্ট, জবাব তলব দিল্লি পুলিশকে Attitude of police shockingly rude, emboldens perpetrators of sexual harassment: Women wrestlers to SC Women wrestlers to SC: সাক্ষীদের পাশে সুপ্রিম কোর্ট, জবাব তলব দিল্লি পুলিশকে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/25/68ef4b61c77e92b449eded0ec35c12251682427780239206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আরও কিছুটা ব্যাকফুটে ভারতীয় রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংহ। তাঁর বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন ফেডারেশনের ৭ মহিলা কুস্তিগীর। পুলিশে অভিযোগ জানালেও কোনও মামলা করা হয়নি, এই অভিযোগে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদে সামিল হয়েছিলেন অসংখ্য মহিলা কুস্তিগীর। সেখানে উপস্থিত ছিলেন অলিম্পিক্সে পদকজয়ী সাক্ষী মালিকও। ছিলেন ভিনেশ ফোগাত থেকে বজরং পুনিয়ার মতো তারকা কুস্তিগীরও। সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিলেন অভিযোগকারিনীরা। সেই আবেদনে সাড়া দিল দেশের শীর্ষ আদালত। দিল্লি পুলিশকে তলব করা হয়েছে। এছাড়া আগামী ২৮ এপ্রিল এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এই মামলায় সওয়াল করতে গিয়ে সুপ্রিম কোর্টে আইনজীবী কপিল সিব্বল বলেছেন, ''যৌন হেনস্থার অভিযোগের ভিডিও রেকর্ডিং রয়েছে। নির্যাতিতারা সাত জন মহিলা কুস্তিগীর। হেনস্থার সময় তাঁদের এক জনের বয়স ছিল ১৬ বছর। সে সোনার পদকও জিতেছে।'' মঙ্গলবার সুপ্রিম কোর্ট এ ব্যাপারে বলেছে, ''ভারতের হয়ে আন্তর্জাতিক গেমসে যে সব রেসলাররা প্রতিনিধিত্ব করেন, তাঁরাই অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ গুরুতর। তাই বিষয়টি নিয়ে আদালত হস্তক্ষেপ দরকার।''
উল্লেখ্য, মঙ্গলবার সকালে যন্তর মন্তরে অবস্থানরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করতে যান সাইয়ের প্রতিনিধিরা। এখনও পর্যন্ত কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে কুস্তিগীরদের সঙ্গে কোনও রকম যোগাযোগ করা না হলেও এদিন সাইয়ের প্রতিনিধিরা আসেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাতদের সঙ্গে দেখা করতে। সাইয়ের ডেপুটি জেনারেল ডিরেক্টর শিব শর্মা এসেছিলেন। বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। প্রতিনিধি দলের সামনে কান্নায় ভেঙে পড়েন অলিম্পিকে পদক জয়ী মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক।
সচিনকে অভিনব সম্মান
গতকালই কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) জীবনের ক্রিজে অর্ধশতরান হাঁকিয়েছেন। সচিনের জন্মদিনে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত, বিভিন্ন ক্ষেত্রের লোকজন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে তাঁর জন্মদিন উপলক্ষ্যে একাধিক কর্মসূচি নেওয়া হয়। এবার তাঁর ৫০তম জন্মদিনেই শারজা ক্রিকেট স্টেডিয়ামের তরফে এক বিশেষ উপহার দেওয়া হল 'লিটল মাস্টার'-কে। শারজা ক্রিকেট স্টেডিয়ামের (Sharjah cricket stadium) এক স্ট্যান্ড সচিনের নামে নামাঙ্কিত করা হল।
শারজার সঙ্গে সচিনের সম্পর্ক অত্যন্ত মিষ্টিমধুর। ১৯৯৮ সালে শারজাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩১ বলে ১৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন সচিন। সদ্যই সেই ইনিংসের ২৫ বছর সম্পূর্ণ হয়েছে। এই মাঠেই এছাড়াও বহু স্মরণীয় ইনিংস খেলেছিলেন সচিন। তিনি শারজায় মোট ৪২টি ইনিংস খেলে ১৭৭৮ রান করেছেন সচিন। গড় ৪৮.০৫। অজিদের বিরুদ্ধে ইনিংসই এই মাঠে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস। তাই শারজা ক্রিকেট মাঠ কর্তৃপক্ষের তরফে তাঁকে সম্মান জানাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)