Bangladesh: 'বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষায় অবিলম্বে পদক্ষেপ চাই', তীব্র প্রতিবাদ সুকান্তর
ABP Ananda Live: এবার ঢাকায় ইসকনের মন্দিরে তাণ্ডব, তীব্র প্রতিবাদ সুকান্তর। মন্দিরে ভয়াবহ হামলা , লক্ষ্মীনারায়ণ মূর্তি ভাঙচুর। 'বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষায় অবিলম্বে পদক্ষেপ চাই ', বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে পোস্ট বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারের।
বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদেও বাংলাদেশে উন্মত্ত হিন্দু-বিদ্বেষ! এবার রাজধানী ঢাকাতেই আক্রান্ত ইসকন, মন্দিরে আগুন। ভারতের বিদেশ সচিবের সফরের আগেও বাংলাদেশে তাণ্ডব। বাংলাদেশে ইসকনের আরও একটি সেন্টারে আগুন। ঢাকায় ইসকনের আরও একটি সেন্টারে আগুন। জ্বালিয়ে দেওয়া হল লক্ষ্মী-নারায়ণের মূর্তি। মধ্যরাতে রাধাকৃষ্ণ মন্দিরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। দাবি কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের
বিশ্বজুড়ে প্রতিবাদের মুখেও বাংলাদেশে উন্মত্ত হিন্দু-বিদ্বেষ! জামাত-মৌলবাদীদের হামলার সঙ্গে সেনা-পুলিশের ধরপাকড়! চট্টগ্রামের পর এবার ঢাকাতেও ইসকনের মন্দিরে মৌলবাদীদের তাণ্ডব! ভারতের বিদেশ সচিবের সফরের আগেও হিন্দুদের উপর লাগাতার হামলা। বাংলাদেশে ইউনূস সরকারের বিদ্বেষের বিষ, ছাড় নেই হিন্দু মহিলাদেরও! খাগড়াছড়িতে সনাতন জাগরণ মঞ্চের নেতা প্রান্ত দাসের মা-কে খুন। বাংলাদেশে তালিবানি-রাজ, গোপালগঞ্জে বাজারে যেতেও হিন্দু-মহিলাদের ফতোয়া! বাংলাদেশে হিন্দু মহিলা দেখলেই মৌলবাদীদের আক্রমণ! বাংলাদেশে হিন্দু দেখলেই হামলা, জমি জবরদখল!