Bangladesh News: 'মরতে হলে ভারতেই মরব, বাংলাদেশে নয়' ভারতে আশ্রয় চেয়ে কাতর আবেদন হিন্দু পরিবারের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বাংলাদেশে মৌলবাদীদের অত্যাচার, ভারতে আশ্রয় চায় হিন্দু পরিবার । সপরিবারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা হিন্দু পরিবারের । 'জেল হলে ভারতেই থাকব, মরতে হলে ভারতেই মরব, বাংলাদেশে নয়' । 'মরতে হলে ভারতেই মরব, বাংলাদেশে নয়' আশ্রয় চেয়ে কাতর আবেদন । বাংলাদেশে মৌলবাদীদের অত্যাচার থেকে বাঁচতে ভারতে আশ্রয়ের আবেদন । প্রাণে বাঁচতে বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে ত্রিপুরার আমবাসায় 'আশ্রয়' । রাতভর জঙ্গলে লুকিয়ে ভারতে আশ্রয় নেওয়ার মরিয়া চেষ্টা । ত্রিপুরার আমবাসা স্টেশন থেকে ১০জনকে থানায় নিয়ে এল পুলিশ
আরও খবর...
কৃতজ্ঞতা ভুলে এখন ভারত 'শত্রু', বাংলাদেশের 'বন্ধু' পাকিস্তান। পাকিস্তানের জন্য ভিসার শর্ত শিথিল, ভারতীয়দের জন্য কড়াকড়ি। পাকিস্তানিদের জন্য বাংলাদেশে অবাধে ভিসা, সরাসরি বিমান পরিষেবা। ভারতের প্রতি বিদ্বেষ বাড়িয়ে এবার 'ব্যান্ডউইথ ট্রানজিট' প্রত্যাহার। চিন-পাকিস্তানের সঙ্গে বিএনপির আরও সখ্য, এখন 'শত্রু' ভারত।
স্কুলের মধ্যেই মানসিক নির্যাতন, ফেসবুক লাইভে এই অভিযোগ করে আত্মঘাতী হলেন দক্ষিণেশ্বরের শিক্ষিকা। ঘর থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। স্কুল পরিচালক কমিটি ও প্রিন্সিপালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি।
ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও। থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার ভাই। পতিক্রিয়া পাওয়া যায়নি অভিযুক্তদের।