T20 World Cup: আজ কখন, কোথায় দেখবেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ? কে করবে বাজিমাত?
T20 World Cup 2022: গত বছর নিউজিল্য়ান্ডকে ফাইনালে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল অজিরা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হতে চলেছে এই ম্যাচটি।
সিডনি: আজ থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২। প্রথম ম্যাচে আয়োজক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে অবশ্যই অজিরা ফেভারিট হিসেবেই মাঠে নামতে চলেছে। গত বছর নিউজিল্য়ান্ডকে ফাইনালে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল অজিরা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হতে চলেছে এই ম্যাচটি।
টি-টােয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়া বনাম নিউজিল্য়ান্ড ম্যাচ কবে?
আজ, ২২ অক্টোবর, শনিবার অস্ট্রেলিয়া বনাম নিউজিল্য়ান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি হবে
কোথায় হবে খেলা?
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হবে এই ম্যাচ
কখন শুরু অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১২.৩০ থেকে শুরু অস্ট্রেলিয়া বনাম নিউজিল্য়ান্ড ম্যাচটি হবে। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে
কোথায় দেখা যাবে ভারত-দক্ষিণ আফ্রিকার এই ম্যাচটি?
স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা ভারত-দক্ষিণ আফ্রিকা এই ম্য়াচটি দেখতে পারবেন।
আজকের ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিডনিতে। আকাশের মুখ ভার থাকবে। যে দল টসে জিতবে, তারাই কিছুটা এগিয়ে থেকে মাঠে নামবে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যেতে হয়েছিল কিউয়িদের। এবার সুযোগ থাকছে তার মধুর প্রতিশোধের।
আজই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ হল। নির্ধারিত হয়ে গেল সুপার ১২-র দুই গ্রুপও। কালই শ্রীলঙ্কা নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার ১২-এ নিজেদের জায়গা পাকা করেছিল। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে নামিবিয়া পরাজিত হওয়ায় সেই গ্রুপ 'এ' থেকে দ্বিতীয় দল হিসাবে সুপার ১২-এ পৌঁছে যায় নেদারল্যান্ডস। আজ আয়ার্ল্যান্ড দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিজেদের জায়গা পাকা করেন। শেষ দল হিসাবে জায়গা পাকা করার লড়াই ছিল জিম্বাবোয়ে ও স্কটল্যান্ডের মধ্যে। সেই লড়াইয়ে পাঁচ উইকেট ম্যাচ জিতে নিল জিম্বাবোয়ে।
সুপার ১২-এ গ্রুপ ১ প্রথম রাউন্ডের গ্রুপ 'এ'-র শীর্ষে শেষ করা দল ও গ্রুপ 'বি'-র দ্বিতীয় স্থানে থাকা দল নিজেদের জায়গা পাকা করেছে। গ্রুপ ২-এ ঠিক উল্টো। গ্রুপ 'বি'-এর শীর্ষস্থানে শেষ করা দল ও 'এ'-র দ্বিতীয় স্থানে শেষ করা দল এই গ্রুপে নিজেদের জায়গা পাকা করল। এই গ্রুপ ২-এই আছে ভারতীয় দল। তাদের গ্রুপে জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডস যোগ দিল। অপরদিকে গ্রুপ ১-এ শ্রীলঙ্কা ও আয়ার্ল্যান্ড নিজেদের জায়গা পাকা করেছে।