Aus vs SA: অভিষেকেই নজির তনবীরের, দক্ষিণ আফ্রিকাকে ১১১ রানে দুরমুশ করে রেকর্ড-জয় অস্ট্রেলিয়ার
Aus vs SA 1st T20: ডারবানে প্রোটিয়াদের বিপর্যয় দেখে হতবাক অনেকে। বলাবলি হচ্ছে, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার এরকম একপেশে লড়াই ক্রিকেট বিশ্বে বিরল ঘটনা।
ডারবান: ঘরের মাঠেই লজ্জার হার দক্ষিণ আফ্রিকার (South Africa)। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১১ রানে হারাল অস্ট্রেলিয়া (Australia)। ডারবানে প্রোটিয়াদের বিপর্যয় দেখে হতবাক অনেকে। বলাবলি হচ্ছে, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার এরকম একপেশে লড়াই ক্রিকেট বিশ্বে বিরল ঘটনা।
প্রায় পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ম্যাচ খেলল দক্ষিণ আফ্রিকা। আর সেই ম্যাচে ব্যাটে-বলে নাস্তনাবুদ হতে হল প্রোটিয়াদের। তাও এমন একটা অস্ট্রেলিয়া দলের বিপক্ষে, যারা একসঙ্গে চারজনের অভিষেক ঘটাল। অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিলেন নতুন অধিনায়ক। টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটাই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ব্যবধানে জয়। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন মিচেল মার্শ। ৪৯ বলে অপরাজিত ৯২ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ২২৬/৬। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এটা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোর। সব মিলিয়ে টি-টোয়েন্টি ফর্ম্যাটে এটা অস্ট্রেলিয়ার ষষ্ঠ সর্বোচ্চ স্কোর।
ব্যাট হাতে ঝড় তোলেন মার্শ। পাওয়ার প্লে-তে ম্যাথু শর্টের সঙ্গে জুটিতে বিধ্বংসী ব্যাটিং করেন। তারপর টিম ডেভিডের সঙ্গে পঞ্চম উইকেটে ঝোড়ো ৯৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন মার্শ। তাও মাত্র ৫২ বলে। দক্ষিণ আফ্রিকার হয়ে এদিন খেলেননি কাগিসো রাবাডা, অনরিক নখিয়া ও কেশব মহারাজ। অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে বেশি পরীক্ষানিরীক্ষা করতে গিয়ে ডুবল দক্ষিণ আফ্রিকা। মাত্র পাঁচজন বোলার ব্যবহার করে দক্ষিণ আফ্রিকা। প্রত্যেকেই দেদার রান খরচ করেন। লুনগি এনগিডি তো ওভার প্রতি ১২ রানেরও বেশ করে খরচ করেন। গোটা বোলিং আক্রমণেরই লাইন-লেংথ ছিল অনিয়ন্ত্রিত।
যদিও, কিংসমিডের পিচে এই রান তাড়া করে জেতা সম্ভব বলেই মনে হয়েছিল বিশেষজ্ঞদের। যে পিচে বল পড়ে ভালভাবে ব্যাটে আসছে। স্ট্রোকপ্লেয়ারদের জন্য আদর্শ। কিন্তু দক্ষিণ আফ্রিকা রান তাড়া করতে নেমে হারিয়ে যায়। ৯ ওভারের মধ্যে ৬৯/৫ হয়ে যায় স্কোর। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। রিজা হেনড্রিকস হাফসেঞ্তুরি করেন। শেষ ৯টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর সপ্তম হাফসেঞ্চুরি। কিন্তু তাতেও লাভ হয়নি। ১৫.৩ ওভারে মাত্র ১১১ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার হয়ে নতুন বলে নজর কাড়লেন মার্কাস স্টোইনিস। ৩ ওভারে মাত্র ১৮ রানের বিনিময়ে তুলে নিলেন ৩ উইকেট।
তবে নজর কাড়লেন তনবীর সঙ্ঘা। (Tanveer Sangha) অভিষেক ম্যাচে ৪ ওভারে ৩১ রানে তুলে নিলেন ৪ উইকেট। ১৮ বছরের মধ্যে যা টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার সেরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন