এক্সপ্লোর
ধবন-কার্তিকের দুরন্ত লড়াই সত্ত্বেও প্রথম টি-২০ ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৪ রানে হার ভারতের

ছবি সৌজন্যে ট্যুইটার
ব্রিসবেন: অসাধারণ লড়াইয়ের পরেও গাব্বায় প্রথম টি-২০ ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৪ রানে হেরে গেল ভারতীয় দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই হয়। ভারতের হয়ে দুরন্ত ব্যাটিং করেন শিখর ধবন (৪২ বলে ৭৬) ও দীনেশ কার্তিক (১৩ বলে ৩০)। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমে হয় ১৭। অস্ট্রেলিয়া করে ৪ উইকেটে ১৫৮ রান। সর্বোচ্চ ৪৬ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। জোড়া উইকেট নেন কুলদীপ যাদব। ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতের টার্গেট দাঁড়ায় ১৭৪। বড় রান তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং করেন ধবন। শেষদিকে কার্তিকও দুর্দান্ত ব্যাটিং করেন। কিন্তু শেষপর্যন্ত ৭ উইকেটে ১৬৯ রান করে ভারতীয় দল। ফলে তিন ম্যাচের সিরিজে ০-১ পিছিয়ে পড়লেন বিরাট কোহলিরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















